আয়ুব আলী

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ৪০ পিস প্যাথেডিন রাখার দায়ে দুইজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৯ আগস্ট) দুপুরে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মাসুদ আলী এ রায় ঘোষণা করেন।

চুয়াডাঙ্গার অতিরিক্ত দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট গিয়াস উদ্দিন ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের ভালাইপুর গ্রামের মৃত আজিত মণ্ডলের ছেলে আয়ুব আলী (৪৯) এবং একই গ্রামের সিদ্দিক আলীর ছেলে ওহিদুল ইসলাম (৩৯)। এর মধ্যে ওহিদুল ইসলাম পলাতক রয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১১ সালের ৩০ অক্টোবর তৎকালীন আলমডাঙ্গা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলামের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভালাইপুর মোড়ের বাসস্ট্যান্ডের কাছ থেকে সন্দেহভাজন হিসেবে আয়ুব আলী ও ওহিদুল ইসলামকে আটক করা হয়। পরে তল্লাশি করে আয়ুব আলীর কোমর থেকে ১৯ পিস এবং ওহিদুল ইসলামের কোমর থেকে ২১ পিস প্যাথেডিন উদ্ধার করা হয়। পরে ওইদিনই এসআই শরিফুল ইসলাম বাদী হয়ে আলমডাঙ্গা থানায় দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

এপিপি অ্যাডভোকেট গিয়াস উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, দীর্ঘ ১২ বছর শুনানির পর ১০ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আসামি আয়ুব আলীর উপস্থিতিতে আদালত আজ এই রায় দিয়েছেন। অপর আসামি ওহিদুল ইসলাম পলাতক রয়েছেন। ওহিদুল যেদিন গ্রেপ্তার হবেন সেদিন থেকে এ রায় কার্যকর হবে।

আফজালুল হক/এমজেইউ