সুসজ্জিত ঘোড়ার গাড়িতে স্ত্রী সন্তানদের নিয়ে বসে আছেন শিক্ষক। কোচোয়ানে বসে আছেন তার আসনে। তবে গাড়ির নিয়ন্ত্রণ তার হাতে নেই। একদল কোমলমতি শিশু দড়ি টেনে ঘোড়ার গাড়ি এগিয়ে নিচ্ছেন সামনে। বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে চাকরি জীবনের শেষ দিনে এক শিক্ষকের বিদায় অনুষ্ঠানে এমন ব্যতিক্রমী দৃশ্যের দেখা মিললো নওগাঁর বদলগাছী উপজেলার ভরট্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে।

রশি দিয়ে গাড়ি টেনে বিদায় অনুষ্ঠান বলতে সচরাচর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিদায় সংবর্ধনাকেই বোঝেন সিংহভাগ মানুষ। যেখানে পুলিশ সদস্যরা ফুলের রশি দিয়ে বাঁধা গাড়ি টেনে কর্মকর্তাদের বিদায় দেন। তবে নওগাঁয় ঘোড়ার গাড়ি চেপে শিক্ষককে বিদায় জানানোর এই আয়োজন প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে। 

প্রধান শিক্ষক দুলাল আহমদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে এই আয়োজন করে তার বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। অবসর বেলায় এমন আয়োজনে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি।

শিক্ষক দুলাল আহমদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান শিক্ষাথীরা

ঘোড়ার গাড়িতে উঠে শিক্ষক দুলাল আহমদ বলেন, ৩৬ বছরের চাকরি জীবনে নিজের প্রয়োজনে কখনো ছুটি কাটাইনি। সরকারি ছুটির দিনগুলোতেও শিক্ষার্থীদের প্রাইভেট কোচিং করিয়েছি। পাঠদানের বিনিময়ে কোনো শিক্ষার্থীর থেকে কোনোদিন টাকা নেইনি। শিক্ষার্থীদের সবসময় পড়াশোনায় আগ্রহ বাড়াতে নানামুখী উদ্যোগ নিয়েছি। আজ তাদের সুপ্রতিষ্ঠিত দেখে তৃপ্তি পাই। বিদায় বেলায় তাদের এই আয়োজনে আমি মুগ্ধ। চাকরি জীবনের শেষ দিনে এতো আড়ম্বরপূর্ণ হবে তা কল্পনাতীত ছিল।

এর আগে সকাল থেকে বিদ্যালয় প্রাঙ্গণে চলে আলোচনা সভা। যেখানে দুলাল আহমদের কর্মজীবনের স্মৃতিচারণ করেন তার সহকর্মী, ছাত্র-ছাত্রী, স্থানীয় জনপ্রতিনিধিসহ সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা। নওগাঁ সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নাসিম আলমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বদলগাছী উপজেলা শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম।

এছাড়াও অন্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বালুভরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল এমরান হোসেন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা ও মিজানুর রহমান, বদলগাছী মহিলা কলেজের প্রভাষক নজরুল ইসলাম, নজিপুর সরকারি কলেজের প্রভাষক মাহমুদুল হাসান হিরো, জাগো নিউজের সহকারী বার্তা সম্পাদক (কান্ট্রি এডিটর) আনোয়ার হোসেন প্রমুখ।

শিক্ষক দুলাল আহমদ তার পরিবারের সঙ্গে

বদলগাছী উপজেলা শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, একজন ভালো শিক্ষকের যা যা গুন থাকা প্রয়োজন তার সবই রয়েছে শিক্ষক দুলাল আহমদের। তার কর্মদক্ষতায় শিক্ষাঙ্গনের পাশাপাশি ক্রীড়াঙ্গনেও তিনি বেশ প্রশংসিত। তাই আগামীতে উপজেলার বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করে সেখানকার শিক্ষার্থীদের আলোকিত করার জন্য দুলাল আহমদের প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় মিঠাপুর আদর্শ কলেজের প্রভাষক ফিরোজ হোসেন, ঢেকড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বজলুর রশীদ, সমাজসেবক মজিদুল ইসলাম, শিক্ষক বায়েজীদ হোসেন ও শিক্ষক নজিবর রহমানসহ শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। পরে বিদায়ী শিক্ষককে বিভিন্ন উপহার প্রদান করেন বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীরা।

উল্লেখ্য, নওগাঁ সদর উপজেলার কীর্ত্তিপুর গ্রামের বাসিন্দা দুলাল আহমদ শিক্ষকতা পেশায় যোগদান করেন ১৯৮৭ সালে ৪ অক্টোবর। প্রায় ৩৬ বছরের চাকরি জীবনে কাজ করেছেন বদলগাছী উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে। এ সময়ে নিজের প্রয়োজনে একদিন ছুটিও কাটাননি তিনি। উপজেলা জুড়ে ক্রীড়া সংগঠক ও সামাজিক ব্যক্তিত্ব হিসেবে বেশ পরিচিত এই শিক্ষক। কর্মজীবনে অসংখ্য ছাত্র-ছাত্রীকে শিক্ষা দিয়েছেন। অনুপ্রেরণা জুগিয়েছেন ব্যক্তি জীবনে ভালো মানুষ হতে। বর্তমানে তার ছাত্র-ছাত্রীরা অনেকেই বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানসহ ব্যবসা ও রাজনীতিতে দেশ ও জাতির জন্য অবদান রাখছেন। দাম্পত্য জীবনে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে আছে দুলাল আহমদের।

আরমান হোসেন রুমন/এএএ