বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুদিন ধরে অনশন করছেন প্রেমিকা

মোবাইলে পরিচয়, এরপর প্রেম নিবেদন। প্রেমের সম্পর্ক গড়িয়েছে এক বছর ১০ মাস। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে হয়েছে শারীরিক সম্পর্ক। এখন বিয়ে করতে রাজি নন প্রেমিক। 

এ অবস্থায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুদিন ধরে অনশন করছেন প্রেমিকা। ঘটনাটি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ তোহখানা এলাকার।

বৃহস্পতিবার (০১ এপ্রিল) বিকেল থেকে সোনামসজিদ তোহখানা এলাকার মো. কালুর ছেলে সুমন আলীর (২৫) বাড়িতে অনশন করছেন প্রেমিকা (২০)। তার বাড়ি দাইপুখুরিয়া ইউনিয়নে। 

স্থানীয় সূত্র জানায়, সুমন আলীর বাড়িতে বৃহস্পতিবার বিকেল থেকে বিয়ের দাবিতে অনশনে বসেছেন প্রেমিকা। প্রেমিকা বাড়িতে চলে এলে সুমন পালিয়ে যান। 

বিয়ের দাবি নিয়ে আসা তরুণী বলেন, ‘২০১৯ সালের জুন মাস থেকে মোবাইলে পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে বিয়ে করবে বলে বেশ কয়েকবার শারীরিক সম্পর্ক করেছে সুমন। কিন্তু বিয়ের কথা বললেই টালবাহানা করে এবং যোগাযোগ বন্ধ করে দেয়। বাধ্য হয়ে বিয়ের দাবিতে সুমনের বাড়িতে এসেছি।’

সুমন ও তার পরিবারের লোকজনের সঙ্গে দেখা করার চেষ্টা করলে বাড়িতে কাউকে পাওয়া যায়নি। মেয়েটি বাড়িতে আসায় সবাই পালিয়ে গেছেন বলে জানিয়েছেন প্রতিবেশীরা।

শাহবাজপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. জাকির হোসেন ঢাকা পোস্টকে বলেন, ‘ছেলের পরিবারের সবাই পলাতক। তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। তাদের ছাড়া বিষয়টি সমাধান করা সম্ভব নয়। তবে মেয়েটি সুমনের বাড়িতে আছে।’

মো. জাহাঙ্গীর আলম/এএম/জেএস