দিনাজপুরে ডেঙ্গুতে কিশোরের মৃত্যু
ফাইল ছবি
দিনাজপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাকিব (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ আগস্ট) ভোর ৬টার দিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রাকিব দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার দামাইল গ্রামের রহিদুল ইসলামের ছেলে।
বিজ্ঞাপন
দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে কর্মরত চিকিৎসক মো. শামীম বিষয়টি নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, রাকিব ঢাকায় ছিল। গত ৯ আগস্ট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় সে। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৬টায় তার মৃত্যু হয়।
বিজ্ঞাপন
দিনাজপুরের সিভিল সার্জন এএইচএম বোরহানুল ইসলাম সিদ্দিকী বলেন, রাকিব ঢাকাতেই ডেঙ্গু আক্রান্ত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় এখানে তার মৃত্যু হয়েছে।
তিন আরও বলেন, এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২৬ জন। ছাড়পত্র নিয়ে বাড়িতে গেছেন ২৯৩ জন। তবে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৪ জন।
আরএআর