আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম বলেছেন, বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মানুষের জন্য তার জীবনের অর্ধেক সময় কারাভোগ করেছেন। তিনি সব সময় সাধারণ মানুষের কথা চিন্তা করতেন। তিনি ছিলেন বাঙালি জাতি তথা বিশ্বের অবিসংবাদিত নেতা।

শনিবার (১২ আগস্ট) বিকেলে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, মানুষের মৌলিক অধিকার খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা নিশ্চিতকরণের মাধ্যমে মানুষের অভাব- অনটন, দারিদ্র্য ও বেকারত্ব দূরীকরণ এবং উন্নত জীবনের লক্ষ্যে বঙ্গবন্ধু ছিলেন বদ্ধপরিকর ও অগ্রগামী ব্যক্তিত্ব। তিনি ধ্বংসস্তুপ থেকে প্রত্যেকটি সেক্টরের উন্নয়ন সাধনের মাধ্যমে বাংলাদেশকে একটি ফুল বাগানে রূপান্তর করতে চেয়েছিলেন। জীবনের পুরোটা সময় এদেশের মানুষের মঙ্গলের জন্য ব্যয় করে বঙ্গবন্ধু চেয়েছিলেন ‘সোনার বাংলা’ গড়তে।  

তিনি আরও বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার বিকল্প নেই। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে। স্বাধীনতার পক্ষের সবাইকে জোট বেঁধে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগের মধ্যে কিছুটা অনৈক্য থাকলেও নির্বাচনের সময় তারা যে ঐক্যবদ্ধ হয়ে যায় ছেংগারচর পৌরসভা নির্বাচনে তা আরেকবার প্রমাণিত হলো। যার ফসল ছেংগারচর পৌর নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে প্রার্থী আরিফ উল্লাহ সরকারের বিপুল ভোটে জয়লাভ।

ছেংগারচরপৌরসভার উদ্যােগে পৌর অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠিনে আরও উপস্থিত ছিলেন, চাঁদপুর-২ নির্বাচনী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল, পৌরসভার নবনির্বাচিত মেয়র আরিফ উল্যাহ সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা  (ভারপ্রাপ্ত) আল এমরান খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম মাস্টার, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্যাহ দর্জি, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী খান, ছেঙ্গারচর পৌর ছাত্রলীগের সভাপতি মো. রাজিব মিয়া প্রমুখ।

এসএম