রাজবাড়ীতে মোবাইল চুরি মামলার হাজিরা দিয়ে আদালত থেকে বের হওয়ার সময় মো. বকুল ফকির (২৮) নামে এক যুবককে ছুরিকাঘাত করেছেন মামলার বাদী পক্ষ। রোববার (১৩ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে রাজবাড়ী আদালত এলাকায় এ হামলার ঘটনা ঘটে। 

হামলায় বকুল ফকির গুরুতর আহত হলে রাজবাড়ী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসকরা।

আহত বকুল ফকির রাজবাড়ী সদর উপজেলার শ্রীপুর এলাকার রমজান ফকিরের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মো. বকুল ফকির রাজবাড়ী আদালতে মামলার হাজিরা দিয়ে আদালত থেকে বের হয়ে শিল্পকলার সামনে আসেন। এ সময় মামলার বাদী পক্ষের মো. সোহাগের নেতৃত্বে ৩ থেকে ৪ জন যুবক বকুলকে ছুরিকাঘাত করেন। তখন আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের হাত থেকে বকুলকে রক্ষা করেন। পরে বকুলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

রাজবাড়ী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন বলেন, বিষয়টি শোনার পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

মীর সামসুজ্জামান/এএএ