মুন্সীগঞ্জের শ্রীনগরে রসিদ ছাড়া ডিম বিক্রি করায় ৬ প্রতিষ্ঠানকে সাড়ে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৪ আগস্ট) দুপুরের দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুস সালাম এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে দেখা যায়, ডিমের আড়তে ব্যবসায়ীরা মূল্য তালিকা প্রদর্শন করছে না। এছাড়াও ব্যবসায়ীরা ডিম ক্রয়-বিক্রয়ের রসিদ সংরক্ষণ করছে না। এজন্য ‘আল্লাহর দান’ ডিমের আড়তকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে সুমন ডিম ঘরকে ৩ হাজার টাকা, নিরব ডিমের আড়তকে দেড় হাজার টাকা, বাচ্চু ডিম ঘরকে ৫০০ টাকা জরিমানা করা হয়। এ সময় একই বাজারে ঘিয়ের প্যাকেটে ওজন, মূল্য ও মেয়াদ না লেখার অপরাধে সুনিল স্টোরকে দেড় হাজার টাকা ও রঞ্জিত ঘি হাউজকে ২ হাজার টাকাসহ ৬টি প্রতিষ্ঠানকে মোট ১১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। 

অভিযান পরিচালনায় সহযোগিতা করেন উপজেলার নিরাপদ খাদ্য পরিদর্শক নাসরিন সুলতানা ও শ্রীনগর থানা পুলিশের একটি টিম।

ব.ম শামীম/এএএ