নরসিংদীতে মশার ওষুধে বিদ্যালয়ের ১১ ছাত্রী অসুস্থ
নরসিংদী উচ্চ বালিকা বিদ্যানিকেতন
নরসিংদীতে স্কুলের চারপাশে মশার ওষুধ ছিটানোর ফলে ১১ ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। বুধবার (১৬ আগস্ট) দুপুর ১২টায় নরসিংদী পৌরসভা কর্তৃক মশার ওষুধ ছিটানোর ফলে নরসিংদী উচ্চ বালিকা বিদ্যানিকেতনের ১১ ছাত্রী অসুস্থ হওয়ার এ ঘটনা ঘটে।
অসুস্থ ছাত্রীদের নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। অসুস্থ ছাত্রীরা হলেন- জান্নাত, আয়েশা, তুবা, আলতা, তামান্না, সোহানা, হামিদা, সাইদা, নুসরাত, মুক্তা ও তুলি। তারা সকলে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর ছাত্রী বলে জানা গেছে।
বিজ্ঞাপন
জানা যায়, সাম্প্রতিক সময়ে এডিস মশার কামড়ে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় নরসিংদী পৌরসভা কর্তৃপক্ষ মশা নিধনে শহরে বিভিন্ন স্থানে ওষুধ ছিটানোর কর্মসূচি শুরু করে। বুধবার দুপুরে নরসিংদী সরকারি মহিলা কলেজ এলাকায় মশার ওষুধ ছিটানো হয়। এ সময় একই ক্যাম্পাসের নরসিংদী উচ্চ বালিকা বিদ্যানিকেতনের ক্লাস চলছিল। ওষুধ ছেটানোয় প্রধান শিক্ষক শ্রেণি কক্ষের দরজা-জানালা বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন। ক্লাস চলাকালীন সময়ে দরজা-জানালার ফাঁক দিয়ে মশার ওষুধের বাষ্প শ্রেণীকক্ষে ঢুকে পড়লে স্কুলের ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর ১১ জন ছাত্রী শ্বাসকষ্ট জনিত রোগে অসুস্থ হয়ে পড়ে। পরে অসুস্থ ছাত্রীদের নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।
নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. বিপাশা মাসুদ ছাত্রীদের অসুস্থ হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, মশার ওষুধের বিষক্রিয়ার ফলেই শ্রেণিকক্ষে থাকা ছাত্রীরা শ্বাসকষ্ট জনিত রোগে অসুস্থ হয়ে পড়েছিল।
বিজ্ঞাপন
নরসিংদী উচ্চ বালিকা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক তুষার কান্তি ঘোষ এ ব্যাপারে বলেন, মশার ওষুধ ছিটানোর বিষয়টি আমরা পূর্ব থেকে অবগত ছিলাম না। অসুস্থ ছাত্রীদের হাসপাতালে পাঠানো হয় সেখানে তাদেরকে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ব্যাপারে নরসিংদী পৌরসভার মেয়র আমজাদ হোসেন বাচ্চু বলেন, মশার ঔষধে বিষক্রিয়া ছিল কি না সেটা ডাক্তার ভালো বলতে পারবেন।
তন্ময় সাহা/এএএ