জামালপুরে মেলান্দহ উপজেলার রৌমারী বিলে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে সৌহার্দ্য (১৬) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।

শুক্রবার (১৮ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। রাত সাড়ে ১১টা পর্যন্ত তাঁকে খুঁজে পাওয়া যায়নি।

নিখোঁজ সৌহার্দ্য মাদারগঞ্জ উপজেলার দিঘলকান্দি এলাকার অধ্যাপক শাজাহানের ছোট ছেলে। তবে তারা দীর্ঘদিন ধরে জামালপুর শহরের জিগাতলা এলাকায় থাকেন।

সৌহার্দ্য জামালপুর শহরের বেলটিয়া উচ্চ বিদ্যালয় থেকে এ বছরে এসএসসি পরীক্ষা দিয়েছেন। দুই ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট সৌহার্দ্য।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সৌহার্দ্য ও তার চার বন্ধু জামালপুর শহর থেকে মোটরসাইকেলে চড়ে রৌমারী বিলে ঘুরতে যায়। পরে তারা গোসল করতে বিলের পানিতে নামে। এসময় সৌহার্দ্য পানিতে ডুবে যায়। তার বন্ধুরা খুঁজতে শুরু করে। পরে তাকে খুঁজে না পেলে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়।

নিখোঁজের বড়‌ বোন স্নিগ্ধ বলেন, সৌহার্দ্যের আমার সঙ্গে ঘুরতে যাওয়ার কথা ছিল। তবে বিকেলে সে বন্ধুদের সঙ্গে বিলে ঘুরতে বের হয়।

এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, ঘটনাস্থলে গিয়েছিলাম। ফায়ার সার্ভিস কর্মীরা তাকে বিলের পানিতে খুঁজেছেন। তবে এখনো তাকে খুঁজে পাওয়া যায়নি।

রকিব হাসান নয়ন/কেএ