এমপির সামনেই সংঘর্ষে ছাত্রলীগ, কমিটি বিলুপ্ত
কাকচিড়া ছাত্রলীগের দুই এমপি সমর্থকরা সংঘর্ষে লিপ্ত হন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে সংসদ সদস্যের (এমপি) সামনেই সংঘর্ষে জড়িয়ে পড়ে ছাত্রলীগের দুই পক্ষ। এর জেরে বরগুনার পাথরঘাটার কাকচিড়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে জেলা ছাত্রলীগ।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকেলে জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির ও সাধারণ সম্পাদক তৌশিকুর রহমানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্ত করার তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
জানা যায়, বুধবার (২৩ আগস্ট) বিকেলে কাকচিড়া স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা ও দোয়া অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান প্রধান অতিথি ও সংরক্ষিত নারী সংসদ সদস্য সুলতানা নাদিরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শওকত হাচানুর রহমান রিমন আরেকটি অনুষ্ঠানের যোগ দেওয়ার জন্য চলে গেলে নারী সংসদ সদস্যের উপস্থিতিতে রাত পৌনে ৮টার সময় কাকচিড়া ছাত্রলীগের দুই এমপি সমর্থকরা সংঘর্ষে লিপ্ত হন।
এ সময় রড, লোহার পাইপ, ধারালো অস্ত্র, শর্টগান ও লাঠিসোঁটা নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রায় ২০ জন আহত হয়। তাদের মধ্যে ৪ জনকে গুরুতর আহত অবস্থায় পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
বরগুনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান বলেন, বুধবার কাকচিড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বুধবার বিকেলে আলোচনা ও দোয়া অনুষ্ঠান শেষে ছাত্রলীগ সংঘর্ষে জড়িয়ে পরে। সেখানে ব্যাপক সংঘর্ষ হয়। এতে ৪ জন গুরুতর আহত হন। তাদেরকে বরিশালে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদককে জানানো হয়। তারা আমাদের সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। সে মোতাবেক আমরা জরুরি সভা ডেকে কাকচিড়া সাংগঠনিক থানা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করেছি।
খান নাঈম/এএএ