কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কলেজছাত্রের
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুজন ইসলাম ওরফে সোনা মিয়া (২২) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও দুইজন।
শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের গুচ্ছ গ্রাম নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক হরিণ ধরা গ্রামের আব্দুল কাদেরের ছেলে। গাজীপুর ভাওয়াল সরকারি কলেজের সম্মান প্রথম বর্ষের ছাত্র ছিলেন সুজন।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত যুবক সোনা মিয়া লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন কাজ করতেন। আজ দাঁতভাঙ্গা ইউনিয়নের নতুন বাজার এলাকায় কাঠমিস্ত্রি কাজ করতে যান। এসময় ঘরের চাল উঠাতে গিয়ে অসাবধানতাবসত বিদ্যুতের তার গায়ে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপ কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত যুবক সোনা মিয়া পড়াশোনার পাশাপাশি বিভিন্ন কাজ করত। আজ কাঠমিস্ত্রির কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হবে।
বিজ্ঞাপন
জুয়েল রানা/এমএ