সোনারগাঁ থানায় হেফাজতে ইসলামের লিখিত অভিযোগ
হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হকের ওপর হামলার অভিযোগে থানায় যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতার নাম উল্লেখ করে লিখিত অভিযোগ করেছে হেফাজত ইসলাম। রোববার (৪ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় এ অভিযোগ করা হয়।
হেফাজত ইসলাম ঢাকা মহানগরের ১০ নম্বর অঞ্চলের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি ফয়সাল মাহমুদ বাদী হয়ে স্থানীয় হেফাজতে ইসলামের নেতাকর্মীদের নিয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেন।
বিজ্ঞাপন
লিখিত অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ৩ এপ্রিল হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক সস্ত্রীক সোনারগাঁ রয়েল রিসোর্টে বিশ্রাম করার সময় রিসোর্টের মালিক শেখ সাইদুর রহমান ও তার কর্মচারীরা মামুনুল হককে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়।
এ সময় সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সোহাগ রনির নেতৃত্বে অজ্ঞাতনামা ব্যক্তিরা মামুনুল হকের ওপর হামলা চালিয়ে তার জামার কলার ছিঁড়ে ফেলে দাঁড়ি মোবারক ধরে টান দেয় এবং অশ্লীল ভাষায় গালাগালি দিয়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। মামুনুল হকের গাড়ির চাবি ও মানিব্যাগ ছিনিয়ে নেয়।
বিজ্ঞাপন
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঢাকা পোস্টকে জানান, হেফাজত ইসলাম নেতার অভিযোগপত্র গ্রহণ করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শেখ ফরিদ/এনএ