‘নিত্যপণ্য কিনতে মানুষ বাজারে যায় কিন্তু নিঃস্ব হয়ে ফিরে আসে’
বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, সরকার নির্যাতন, হামলা ও মামলার মধ্য দিয়ে দেশে একটি মগের মুল্লুক শাসন তৈরি করেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠিয়েছে। তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে দেশে ফিরে আসতে দিচ্ছে না।
বুধবার (৩০ আগস্ট) দুপুরে চাঁদপুর প্রেসক্লাবে চাঁদপুর জেলা বিএনপির সদ্য অনুমোদিত কমিটির প্রথম সভায় তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, বিএনপির ৪১ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। প্রায় আড়াই হাজার নেতাকর্মীকে গুম করা হয়েছে। রাস্তায় নামলে আইনশৃঙ্খলা বাহিনী গুলি করে আমাদের নেতাকর্মীদের হত্যা করছে। দেশের মন্ত্রীরা সিন্ডিকেট করে সমস্ত বাজার ব্যবস্থায় আগুন ধরিয়ে দিয়েছে। সাধারণ মানুষ বাজারে যায় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে কিন্তু তারা নিঃস্ব হয়ে ফিরে আসে। কোনো জিনিসই কিনতে পারে না।
আহমেদ আযম খান বলেন, ২০১৪ সালে ভোট না করে এ সরকার ক্ষমতায় এসেছে। এরপর ২০১৮ সালে দিনের ভোট রাতে করে পৃথিবীর ইতিহাসে একটি কলঙ্কময় অধ্যায় রচনা করেছে। সরকার তার ফ্যাসিবাদী শাসনকে দীর্ঘস্থায়ী করার জন্য আগামী নির্বাচনে যেন ভোট লুট করতে পারে, জনগণ যেন ভোট দিতে না পারে সেজন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত। আমরা সুষ্ঠু নির্বাচন চাই, যা হবে নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন। তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, সরকার ২০১৪ সাল থেকে জঙ্গিবিরোধী নাটক শুরু করেছে। জঙ্গিবিরোধী নাটকের মধ্য দিয়ে তারা বিদেশিদের বুঝাতে চেষ্টা করেছে, আমাদেরকে ক্ষমতায় রাখুন। আমাদেরকে সমর্থন দিন। এই সমস্ত কথা বলে তারা বিদেশিদের সমর্থন নেওয়ার চেষ্টা করেছে। তারা বিশ্বকে বুঝাতে চেয়েছে তারাই একমাত্র জঙ্গি নির্মূল করতে পারে। তাই তারা জঙ্গি নাটক করে বিশ্বের কাছে তুলে ধরার চেষ্টা করেছে। যখন সারা বিশ্ব বুঝে গেছে এটি সরকারের একটি নাটক, তখন সারা বিশ্ব সক্রিয় হয়ে উঠেছে। তাই আগামী নির্বাচন সুষ্ঠু করতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাজী মুস্তাক মিয়া, জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সেলিমুল্লা সেলিমসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ।
আনোয়ারুল হক/এমজেইউ