পটুয়াখালী জেলা কারাগারে ইসমাইল হাওলাদার (৪৬) নামে এক কয়েদীর মৃত্যু হয়েছে। রোববার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার কয়েদী নং ৩৫৩৪/এ।

ইসমাইল কলাপাড়া উপজেলার পশ্চিম সোনাতলা এলাকার নুরুল হকের ছেলে। তিনি গত ২৯ জুলাই থেকে দণ্ডবিধির ৪২০ ধারায় তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করছিলেন।

পটুয়াখালী কারাগারের জেল সুপার মো. মাহবুবুল আলম বলেন, গত ২৯ জুলাই বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পটুয়াখালী আদালত থেকে সি আর-২০৪/১৬ (কলাপাড়া), মামলায় ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদানপূর্বক ধারা ৪২০ দণ্ডবিধিতে কারাগারে আসেন তিনি। গত ৩১ আগস্ট থেকে তিনি বুকের ব্যথাজনিত কারণে কারা হাসপাতালে ভর্তি ছিলেন।

এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জসীম বলেন, তার মরদেহ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মাহমুদ হাসান রায়হান/এফকে