ফরিদপুরে ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৭৩
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে মাজেদা বেগম (৪৭) নামের আরও এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মাজেদা বেগম রাজবাড়ী সদর উপজেলার সজ্জনকান্দা এলাকার বাহাদুরের স্ত্রী। তিনি গত ২ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
বিজ্ঞাপন
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এনামুল হক জানান, গত ২২ জুলাই থেকে আজ (৪ সেপ্টেম্বর) পর্যন্ত এ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মোট ১৫ জনের মৃত্যু হলো।
ফরিদপুরের সিভিল সার্জন ছিদ্দীকুর রহমান বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে আজ সোমবার পর্যন্ত ফরিদপুরে পাঁচ হাজার ৬৩৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে পাঁচ হাজার ১৪৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন আরও ১৮১ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৪৭৩ জন চিকিৎসাধীন রয়েছেন।
বিজ্ঞাপন
জহির হোসেন/এমজেইউ