মুন্সীগঞ্জে সিরাজদিখানের ইটভাটা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। এ সময় টেঁটাবিদ্ধ হন ৫ জন। বৃহস্পতিবার( ৭ সেপ্টেম্বর) উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি বালুচর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

টেঁটাবিদ্ধ হয়ে আহতরা হলেন- মো. মিশু মোল্লা (৩০), মো. আয়নাল হক (৩৬), মো. কবীর হোসেন, মোছা. রিপা আক্তার (৩৩), মো. শাহ আলী (৩১) ও মো. জাকারিয়া(১৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, ইটভাটা দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বুধবার রাত ৮টার দিকে মোল্লাকান্দি গ্রামের ওমর ফারুকের ছেলে সাব্বির হোসেনকে (১৭) একই গ্রামের অপু কালাম মুন্সির ছেলে অহিদুলসহ কয়েক জন মিলে মারধর করেন। এর জেরে বৃহস্পতিবার সকাল ৬টা হতে টেঁটা বল্লভ নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় দুই পক্ষ। সংঘর্ষ বেলা ১১টা পর্যন্ত চলে।

এ ব্যাপারে মুন্সীগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুমন দেব বলেন, গুটি কয়েক মানুষের কারণে এখানে দ্বন্দ্ব হয়। অধিকাংশ মানুষই শান্তি চায়। কয়েকজন আছে নিজেদের স্বার্থ হাসিল করার জন্য আধিপত্য বিস্তার করতে চায়, সমাজের শান্তি নষ্ট করতে চায়। আমরা এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

ব.ম শামীম/এএএ