ছেলেকে খুঁজতে গিয়ে পানিতে ডুবে মায়ের মৃত্যু
নাটোরের বড়াইগ্রামে ৮ বছর বয়সী ছেলেকে খুঁজতে গিয়ে পানিতে ডুবে আঞ্জুয়ারা বেগমের (৩২) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার বনপাড়া পৌরশহরের মহিষভাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আঞ্জুয়ারা বেগম বনপাড়া পৌরশহরের পূর্ব কালিকাপুর এলাকার আছের উদ্দিনের স্ত্রী। মরদেহ উদ্ধারের পর প্রাথমিক তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দুষ্টুমি করার কারণে আঞ্জুয়ারা তার ছেলে আনিছকে মারধর করেন। এতে অভিমান করে ছেলে বাড়ি থেকে চলে যায়। দুপুরে বাড়িতে না ফেরায় ছেলেকে খুঁজতে গিয়ে তিনি পুকুরে পড়ে যান। পরিবারের সদস্যরা জানায়, আঞ্জুয়ারা মৃগী রোগে ভুগছিলেন। তাই পুকুরে পড়ে গিয়ে আর উঠতে পারেননি। পরে পুকুরে ডুবেই তার মৃত্যু হয়।
বড়াইগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিক তদন্তে জানা যায় নিহত ঐ নারী মৃগী রোগী ছিলেন। যার কারণে পুকুরে পড়ে গিয়ে আর উঠতে পারেনি। পরে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞাপন
গোলাম রাব্বানী/এএএ