নোয়াখালীতে প্রথম দিনে ১৩১ মামলা
নোয়াখালীতে করোনা সংক্রমণ এড়াতে কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে লকডাউন কার্যক্রম। লকডাউনের প্রথম দিনেই ১৩১টি মামলায় ১ লাখ ৪০ হাজার ৩৯০ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৫ এপ্রিল) দিনব্যাপী নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খানের নির্দেশে ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারিকুল আলমের তত্ত্বাবধানে জেলায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণকল্পে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজ্ঞাপন
জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারিকুল আলম ঢাকা পোস্টকে বলেন, করোনাভাইরাসজনিত রোগের বিস্তার রোধে সোমবার থেকে শর্ত সাপেক্ষে সার্বিক কার্যাবলি বা চলাচলে নিষেধাজ্ঞা আরোপ-সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নে নোয়াখালী জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় অভিযান পরিচালনা করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্র জানায়, জেলা প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি অনুসরণের আহ্বান জানানো হয়। স্বাস্থ্যবিধি না মানলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের ব্যাপারে প্রচারণা চালানো হয়। মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা নির্দেশনাগুলো প্রতিপালন না করায় নোয়াখালী জেলায় ১৩১ মামলায় ১ লাখ ৪০ হাজার ৩৯০ টাকা জরিমানা করা হয়। এ সময় জনগণের মধ্যে ১০০০ মাস্ক বিতরণ করা হয়।
বিজ্ঞাপন
উপজেলাগুলোয় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নিজ নিজ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনাররা (ভূমি)। একই সময়ে জেলা শহরে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন পুলিশ ও আনসার সদস্যরা। করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি প্রতিরোধে স্বাস্থ্যবিধি অনুসরণ নিশ্চিতকরণে জেলা প্রশাসনের এমন উদ্যোগ অব্যাহত থাকবে।
হাসিব আল আমিন/এনএ