গাজীপুর সিটি কর্পোরেশনের (গাসিক) ভারপ্রাপ্ত মেয়রের পদ ছাড়লেন আসাদুর রহমান কিরণ। রোববার (১০ সেপ্টেম্বর) বিকেলে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এএসএম সফিউল আজমের কাছে দায়িত্ব বুঝিয়ে দেন তিনি। দুই মেয়াদে ৪ বছর ১৩ দিন দায়িত্ব পালন করেছেন কিরণ।

অপরদিকে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম নারী মেয়র জায়েদা খাতুনকে বরণ করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন তার কর্মী-সমর্থকরা। দেশের ইতিহাসে জায়েদা খাতুনই প্রথম যার পূর্বসূরি মেয়র ছিলেন তারই ছেলে জাহাঙ্গীর আলম। এই প্রথম সাবেক মেয়র ছেলের উপস্থিতিতে মা জায়েদা খাতুন মেয়র হিসেবে দায়িত্বভার গ্রহণ করছেন।

সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, ২০১৩ সালে গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৩ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হন আসাদুর রহমান কিরণ। পরবর্তীতে মেয়র অধ্যাপক মান্নান সাময়িক বরখাস্ত হলে প্যানেল মেয়র হিসেবে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেন। প্রথম মেয়াদে ২৭ মাস ১৩ দিন দায়িত্ব পালন করেন। এরপর ২০১৮ সালের গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে জয়লাভ করেন জাহাঙ্গীর আলম। ওই সময়ও ৪৩ নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হন কিরণ। নির্বাচনের তিন বছর পর জাহাঙ্গীরকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এতে ফের মেয়রের দায়িত্ব পান কিরণ।
 
এদিকে সোমবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টায় গাজীপুর শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের অভিষেক অনুষ্ঠান করা হবে। এ লক্ষ্যে গত কয়েকদিন ধরে নগরের পাড়া মহল্লায় নগরবাসীদের দাওয়াত দিয়ে মাইকিং করা হচ্ছে। নেতাকর্মীরা ট্রাক-পিকআপ ব্যানার-ফেস্টুনে সাজিয়েছেন।

নগরভবনও নতুন মেয়রকে বরণ করতে আলোকসজ্জাও করা হয়েছে। অনুষ্ঠানে নগরের লাখো মানুষ উপস্থিত হবেন বলে আশা করছেন আয়োজকরা। 

নতুন মেয়র জায়েদা খাতুনের ছেলে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেন, ছেলের পর মা মেয়র নির্বাচিত হয়েছেন। বিশ্বের কোথাও এমন তথ্য এখনো আমরা পাইনি। গাজীপুরেই জনগণের ভোটে সে রেকর্ড হয়েছে। জনগণ ভোট দিয়ে জায়েদা খাতুনকে বিজয়ী করার মধ্য দিয়ে অন্যায়ের জবাব দিয়েছে। নগরবাসী উন্নয়নের প্রত্যাশায় যেহেতু ভোট দিয়েছেন সেহেতু জায়েদা খাতুন ও আমি মিলে উন্নয়নের নতুন মাত্রা আগামীতে উপহার দেবো। সে লক্ষ্যেই আমরা প্রস্তুতি নিয়েছি। যেহেতু নগরবাসী ভোট দিয়ে জায়েদা খাতুনকে বিজয়ী করেছে সেহেতু তাদেরকেই অভিষেক অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। আমাদের আশা লাখ লাখ নগরবাসী অভিষেক অনুষ্ঠানে হাজির হবে।

গত ২৫ মে গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খানকে হারিয়ে প্রথমবারের মতো সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন ২ লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট পেয়ে নির্বাচিত হন। নির্বাচনে জাহাঙ্গীর আলমের মনোনয়ন বাতিল হলে তার মা নির্বাচনে অংশ নেন। 

শিহাব খান/আরএআর