আগুনে পোড়ানো হলো ১৫ লাখ মিটার কারেন্ট জাল
চাঁদপুর শহরের মেঘনা মোহনায় শরীয়তপুর থেকে আসা যাত্রীবাহী ট্রলারে অভিযান চালিয়ে ১৫ লাখ ১০ হাজার মিটার নতুন কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
রোববার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় চাঁদপুর সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি জানান, আজ দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড চাঁদপুর স্টেশনের সদস্যরা ও চাঁদপুর সদর উপজেলা মৎস্য বিভাগ যৌথ অভিযান পরিচালনা করে চাঁদপুর শহরের মেঘনা নদীর মোহনায় যাত্রীবাহী ট্রলার থেকে আনুমানিক ১৫ লাখ ১০ হাজার মিটার নতুন কারেন্ট জাল পরিবহনরত অবস্থায় জব্দ করে। তবে ট্রলারে কেউ কারেন্ট জালের মালিক দাবি না করায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়।
আনোয়ারুল হক/এমজেইউ
বিজ্ঞাপন