রাজবাড়ীতে মাদক মামলায় একজনের যাবজ্জীবন
রাজবাড়ীতে মাদক মামলায় আসাবুর রহমান রাকিব (১৯) নামে এক মাদক কারবারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা করা হয়েছে।
সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজবাড়ী অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জান্নাতুন লিলিফা আক্তার জা এ রায় দেন।
বিজ্ঞাপন
কারাদণ্ডপ্রাপ্ত আসাবুর রহমান রাকিব খুলনা জেলার তেরখাদা থানার লষ্করপুর এলাকার সামাদ শিকদারের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২০ আগস্ট রাজবাড়ী সদর থানাধীন চর খানখানাপুর এলাকার ঢাকা-খুলনা মহাসড়কের এস এস হ্যাচারির সামনে থেকে একটি লোকাল বাসে তল্লাশির সময় যাত্রী আসাবুর রহমান রাকিবের দুই পায়ের মাঝে রাখা একটি কালো রঙের ট্রাভেল ব্যাগ থেকে ২৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন।
বিজ্ঞাপন
পরে আসামি আসাবুর রহমান রাকিবকে গ্রেপ্তার করে ওই দিন রাজবাড়ী সদর থানায় ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিল ৩(খ)ধারায় একটি মামলা দায়ের করা হয়।
রাজবাড়ী আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবু বক্কর এ রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক মামলায় এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা করেছে আদালত। রায় ঘোষণার সময় আসামি উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
মীর সামসুজ্জামান/এসএম