নাটোরের এক গৃহবধূকে ভারতে পাচারকালে চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার (১১ সেপ্টেম্বর) রাতে সাতক্ষীরার কলারোয়া থানাধীন সীমান্তবর্তী সোনাবাড়িয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- যশোরের মনিরামপুর উপজেলার মশিমনগর গ্রামের মো. সোবহান আলী সরদারের ছেলে মো. শাহজাহান (৩০) ও শ্যামপুর গ্রামের কাদের সরকারের ছেলে কবির হোসেন (৩৮)। এ সময় তাদের কাছ থেকে ভারতীয় রুপিসহ স্বর্ণের একজোড়া বালা, একটি স্বর্ণের চেইন, একজোড়া রূপার নুপুর ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে এক বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর আশিকুর রহমান।

র‌্যাব জানায়, গত দুই মাস আগে ভুক্তভোগী গৃহবধূর সঙ্গে অপহরণ চক্রের মূলহোতা মো. শাহজাহানের মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় হয়। পরিচয় হওয়ার পর থেকেই শাহজাহান ভুক্তভোগীকে ভালো বেতনে চাকরিসহ বিয়ের প্রলোভন দেখাতেন। শাজাহান ভুক্তভোগীকে এসব প্রলোভনের ফাঁদে ফেলে তার ইচ্ছার বিরুদ্ধে কৌশলে পূর্বপরিকল্পিতভাবে পার্শ্ববর্তী দেশ ভারতে পাচার করার উদ্দেশ্যে গত ৯ সেপ্টেম্বর দুপুরে ভুক্তভোগী বাজারে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলে সিএনজিচালিত অটোরিকশাযোগে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ১০ সেপ্টেম্বর ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে নাটোর সদর থানায় একটি অপহরণের মামলা দায়ের করেন।

এরপর থেকে র‍্যাব-৫ ভুক্তভোগীকে উদ্ধার এবং আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করে। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামি এবং ভুক্তভোগীর অবস্থান শনাক্ত করতে সক্ষম হলে র‌্যাব-৫ ও র‌্যাব-৬ যৌথ অভিযান পরিচালনা করে সাতক্ষীরার কলরোয়া থানাধীন সীমান্তবর্তী সোনাবাড়িয়া এলাকা থেকে ভুক্তভোগীকে উদ্ধারসহ অপহরণ চক্রের মূলহোতা মো. শাহজাহান ও তার সহযোগী কবির হোসেনকে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপহরণ চক্রের মূলহোতা মো. শাহজাহান র‌্যাবকে জানায়,‌ দুই দেশেরই (ভারত এবং বাংলাদেশ) নাগরিকত্ব রয়েছে তার। তিনি বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মেয়েদের নানারকম প্রলোভন দেখিয়ে আকৃষ্ট করতেন এবং তাদেরকে ভারতে পাচার করে মোটা অঙ্কের টাকা আয় করতেন।

গ্রেপ্তারকৃত দুইজনকে নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। 

এমজেইউ