মেহেরপুরে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ব্যবসায়ী
মেহেরপুরে দ্রুতগামী প্রাইভেটকারের ধাক্কায় সবুজ ওরফে পটল(২৫) নামের এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন।
বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গোপালপুর গ্রামের খাজুর ঝুপি মাঠে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত সবুজ ওরফে পটল সদর উপজেলার গোপালপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গোপালপুর থেকে সবজি বিক্রি করে বাড়ি ফেরার পথে দ্রুতগামী প্রাইভেটকার সবুজকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাইভেটকার ও চালককে আটকের চেষ্টা চলছে।
আকতারুজ্জামান/এমজে