হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিতে রাস্তায় সন্তান প্রসব!
বরগুনা জেনারেল হাসপাতালের নার্সদের গাফিলতির কারণে এক প্রসূতি নারীর রাস্তায় সন্তান প্রসবের অভিযোগ উঠছে।
বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের জেলা স্কুল রোড এলাকার সিবিডিবি এনজিওর সামনে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
খোঁজ নিয়ে জানা যায়, বুধবার সকালে মুন্নী নামের এক প্রসূতি নারী জেনারেল হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে ভর্তি হন। যন্ত্রণা সহ্য করতে না পেরে সেখানের দায়িত্বরতদের দ্রুত প্রসবের ব্যবস্থা করার জন্য আকুতি করেন তিনি। কিন্তু তারা এতে রাজি না হয়ে উল্টো হাসপাতাল থেকে অন্য বেসরকারি হাসপাতালে যেতে বলেন। উপায় না পেয়ে স্বজনরা প্রসূতিকে নিয়ে শহরের বেসরকারি হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়।
পরে জেলা স্কুল রোড এলাকার সিবিডিপি এনজিওর সামনে এলে ওই নারীর প্রসব যন্ত্রণা আরও বেড়ে যায়। যার ফলে বাধ্য হয়ে রাস্তায় সন্তান প্রসব করেন। এসময় প্রসূতিকে কাতরাতে দেখে এনজিওর কর্মী নাজমা বেগম ছুটে এসে সাহায্য করেন।
বিজ্ঞাপন
এনজিওকর্মী নাজমা বেগম বলেন, রাস্তায় একটি ইজিবাইকে ওই নারীকে কাতরাতে দেখে এগিয়ে যাই। এনজিওর ভেতরে নেওয়ার আগেই রাস্তায় তার সন্তান প্রসব হয়। এরপর দ্রুত নাড়ি কেটে বেঁধে দিয়ে অ্যাম্বুলেন্স ডেকে নবজাতক ও তার মাকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
সিবিডিপির কর্মী নিলুফা ইয়াসমিন বলেন, বিকালে শিশু ও তার মাকে দেখতে আমরা হাসপাতালে যাই। কিন্তু সেখানে কাউকে না পেয়ে পরিবারের ঠিকানা পরিচয় জানতে চাইলে দায়িত্বরতরা এ বিষয় কোনো তথ্য জানাতে রাজি হয়নি। সন্ধ্যায় গণমাধ্যমকর্মীরাও হাসপাতালে গিয়ে মা ও নবজাতকের দেখা পায়নি।
এ বিষয়ে জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার তাসকিয়া সিদ্দিকা বলেন, আমাকে জানানো হয়েছে- হাসপাতালে বিলম্ব দেখে ওই প্রসূতির স্বজনরা তাকে নিয়ে চলে যায়। পরে হাসপাতালে ভর্তি হলে শিশুটিকে আমি দেখতে যাই। তবে, এখনো নবজাতক ও মাকে ছাড়পত্র দেওয়া হয়নি।
প্রসঙ্গত, গত বছরও শহরের মাইঠা এলাকার একজন প্রসূতিকে জেনারেল হাসপাতাল থেকে বেসরকারি ক্লিনিকে পাঠিয়ে দেওয়া হয় এবং তিনিও পথে সন্তান প্রসব করেন।
খান নাঈম/এমজে