রাস্তায় ধানের চারা রোপণ করে প্রতিবাদ
বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের আমখোলা গ্রাামের একটি কাঁচা রাস্তায় ধানের চারা রোপণ করেছেন স্থানীয়রা। রাস্তাটির উন্নয়ন না হওয়ায় শনিবার (১৬ সেপ্টেম্বর) ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানান তারা।
খোঁজ নিয়ে জানা যায়, তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের বড় আমখোলা গ্রামের এই রাস্তাটি পার্শ্ববর্তী কলাপাড়া উপজেলায় যোগাযোগের একমাত্র মাধ্যম। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থীরা এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে। বর্ষার শুরু থেকে শেষ পর্যন্ত এই রাস্তা দিয়ে চলাচলে ভোগান্তি পোহাতে হয়।
বিজ্ঞাপন
স্থানীয় বাসিন্দা রিপন মাঝি বলেন, আমাদের এই রাস্তা নির্মাণের পর আর কোনো উন্নয়ন হয়নি। বর্ষার সময় এই রাস্তা দিয়ে চলতে আমাদের কষ্টের শেষ নেই। এই রাস্তা দিয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আসা-যাওয়ার করে। বর্ষায় রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে যায়। নির্বাচনের আগে প্রার্থীরা প্রতিশ্রুতি দিলেও পরে আর তাদেরকে খুঁজে পাওয়া যায় না।
হামিদ মিয়া নামের আরেক বাসিন্দা বলেন, আমাদের গ্রামের এই কাঁচা রাস্তা দিয়ে প্রতিদিন শত শত লোক আসা–যাওয়া করে। এতে তাদের দুর্ভোগের শেষ থাকে না। স্থানীয় মেম্বার-চেয়ারম্যানের কাছে আমাদের এই রাস্তাটা পাকা করার দাবি জানাই।
বিজ্ঞাপন
সোনাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস ফরাজী বলেন, কাঁচা রাস্তাটি পাকাকরণের জন্য বিভিন্ন দপ্তরে দপ্তরে ঘুরছি। আমাদের বরগুনায় কোনো প্রকল্প না থাকার কারণে রাস্তাটি পাকা করা যাচ্ছে না। প্রকল্প পেলে সবার আগে এই রাস্তাটি পাকা করা হবে।
এ বিষয়ে তালতলী উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ হোসেন বলেন, নতুন করে তালতলীতে কোনো সড়ক নির্মাণের প্রকল্প নেই। বরগুনার গ্রামীণ অবকাঠামোর একটি প্রকল্পে রাস্তাটি তালিকাভুক্ত আছে। যদি অনুমোদন হয় তাহলে হয়তো হতে পারে।
খান নাঈম/আরএআর