ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, যুবক গ্রেপ্তার
গ্রেপ্তার হোসাইন ইসলাম হোসেন
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে বগুড়ায় হোসাইন ইসলাম হোসেন (২৬) নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া সদর থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ যৌথ অভিযান চালিয়ে শহরের নামাজগড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
বিজ্ঞাপন
এর আগে বগুড়া সদরের নামুজা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান (২৯) বাদী হয়ে হোসাইন ইসলামের বিরুদ্ধে মামলা করেন।
গ্রেপ্তার হোসাইন ইসলাম হোসেন বগুড়া সদরের নামুজা কারিগড়পাড়ার বাসিন্দা এবং নামুজা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক।
বিজ্ঞাপন
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম মামলার এজাহারের বরাত দিয়ে জানান, গত ১৫ সেপ্টেম্বর জাহিদ হাসান ইউনিয়ন ছাত্রলীগ অফিসে থাকা অবস্থায় হোসাইন ইসলামের ফেসবুক আইডিতে একটি পোস্ট দেখতে পান। সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও ফ্রান্সের প্রধানমন্ত্রীর ছবি দিয়ে একটি অশ্লীল ও আপত্তিকর মন্তব্য দেখা যায়।
তিনি বলেন, এ ঘটনায় অভিযোগ পাওয়ার পরপর পুলিশ বিষয়টি আমলে নিয়ে অভিযানে নামে। পরে ডিবি ও সদর থানা পুলিশের যৌথ দল নামাজগড় এলাকা থেকে হোসাইন ইসলাম হোসেনকে গ্রেপ্তার করে নিয়ে আসে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
আরএআর