মামুনুলকে নিয়ে লাইভ, সাংবাদিকের ওপর হামলা
আহত সাংবাদিক হাবিবুর রহমান
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে নারীসহ হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে অবরুদ্ধ করার ঘটনার তথ্য সংগ্রহ করতে যাওয়া সাংবাদিক হাবিবুর রহমানের ওপর হামলা করেছেন হেফাজতের কর্মীরা। সোমবার (০৫ এপ্রিল) রাতে উপজেলার সনমান্দি ইউনিয়নের ভাটিরচর এলাকায় এ ঘটনা ঘটে।
রিসোর্টে মামুনুল হকের দাড়ি ধরে টান দেওয়ার অভিযোগে হাবিবুর রহমানের ওপর হামলা করা হয়েছে। তাকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। আহত হাবিবুর রহমান চ্যানেল এস’র সোনারগাঁ প্রতিনিধি।
বিজ্ঞাপন
এ ঘটনায় মঙ্গলবার (০৬ এপ্রিল) দুপুরে সাংবাদিক হাবিবুর রহমান বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ ও ৭০-৮০ জনকে অজ্ঞাতনামা আসামি করে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
জানা গেছে, গত শনিবার (০৩ এপ্রিল) বিকেলে সোনারগাঁ পৌরসভার দিঘিরপাড় এলাকায় রয়েল রিসোর্টে হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হককে স্থানীয়রা এক নারীসহ অবরুদ্ধ করে রাখেন। ওই সময় স্থানীয় কয়েকজন সাংবাদিক সেখানে উপস্থিত হয়ে তাকে বিভিন্ন প্রশ্ন করেন এবং তা ফেসবুকে লাইভ করেন।
বিজ্ঞাপন
এ সময় চ্যানেল এস’র সোনারগাঁ প্রতিনিধি হাবিবুর রহমান মামুনুল হকের দাড়ি ধরে টান দিয়েছেন- এমন অভিযোগ তোলা হয়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় হেফাজতের নেতাকর্মীরা তাকে ওই সময়ই হুমকি দেন। পরবর্তীতে সাংবাদিক হাবিবুর রহমান আত্মগোপন করেন। সোমবার রাতে তিনি সনমান্দি ইউনিয়নের ভাটির চর গ্রামে নিজ বাড়িতে গেলে ওই এলাকার হেফাজতের নেতাকর্মীরা তার বাড়িতে হামলা করেন। এ সময় তাকে মারধর করে ঘরের বাইরে নিয়ে আসা হয়। পরে তারা ফেসবুকে মামুনুল হকের কাছে ক্ষমা চাইতে বলেন।
সোনারগাঁ থানা পুলিশের পরিদর্শক খন্দকার তবিদুর রহমান ঢাকা পোস্টকে জানান, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
শেখ ফরিদ/আরএআর