নাটোরের বাগাতিপাড়ায় আমবাগান থেকে তপন কুমার (৩৫) নামের এক ভাজা বিক্রেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে বাগাতিপাড়া বিহারকোল এলাকার একটি আমবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তপন কুমার উপজেলার চংধুপইল গ্রামের খিতীশ চন্দ্রের ছেলে। তিনি মালঞ্চি রেলগেট এলাকায় ভাজা সামগ্রী বিক্রি করতেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাত ৯টা থেকে তপন কুমারের খোঁজ পাওয়া যাচ্ছিল না। আজ সকালে বাগাতিপাড়া মডেল থানায় তার পরিবার একটি জিডি করে। এদিকে দুপুরে বিহারকোল গ্রামের বাগাতিপাড়া মহিলা কলেজ সংলগ্ন একটি আমবাগানে তপনের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে তারা এসে মরদেহটি উদ্ধার করেন।

বাগাতিপাড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আযম খান ঢাকা পোস্টকে বলেন, মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। এখানকার প্রক্রিয়া শেষ হলে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হবে।

এমজেইউ