মাদারীপুরের শিবচরে শ্বশুরবাড়ির একটি কাঁঠাল গাছ থেকে নাইম হোসেন সাইম (৩২) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের সরকারেরচর গ্রামের শিকদার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নাইম হোসেন গাজীপুরের কাপাসিয়া উপজেলার উজানি এলাকার মোরশেদ মুন্সীর ছেলে। তিনি রোববার রাতে শ্বশুর মজিবর শিকদারের বাড়িতে যান।

সোমবার দুপুরে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন শিবচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার।

স্থানীয় লোকজন এবং শিবচর থানা সূত্রে জানা গেছে, সোমবার সকালে সরকারের চর এলাকার মজিবর শিকদারের বাড়ির কাঁঠাল গাছের সঙ্গে মরদেহ ঝুলতে দেখে বাড়ির লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। নিহত নাইমের দ্বিতীয় স্ত্রী মজিবর শিকদারের ছোট মেয়ে রুবিয়া আক্তার।

জানা গেছে, পূর্বের বিয়ের কথা গোপন করে দ্বিতীয় স্ত্রী রু‌বিয়া‌কে বি‌য়ে ক‌রেন নাইম। প‌রে দ্বিতীয় স্ত্রীর চা‌পে প্রথম স্ত্রী‌কে তালাক দেন তিনি। এরপরও তা‌দের সংসা‌রে বি‌ভিন্ন সময় ক‌লহ লে‌গে থাক‌তে। ক‌য়েক মাস আগে স্ত্রী‌র পরকীয়া নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। 

এদিকে এক মাস আগে বাবার বা‌ড়ি‌তে চ‌লে আসেন নাইমের দ্বিতীয় স্ত্রী রুবিয়া। গতকাল রাত ১১টার দিকে ব্যবসায়ী নাইম তার শ্বশুরবা‌ড়ি শিবচ‌রে আসেন। রাতে ফোনে স্ত্রীকে ঘরের দরজা খুলতে বললে স্ত্রী দরজা না খুলে মোবাইল ফোন বন্ধ করে রাখেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

পরে ভো‌রে পা‌শের বা‌ড়ির লোকজন কাঁঠাল গা‌ছে মর‌দেহ ঝুল‌তে দে‌খে চিৎকার দি‌লে বা‌ড়ির সবাই‌ এ‌সে দেখ‌তে পান নাই‌মের মর‌দেহ ঝুল‌ছে।

শ্বশুরবাড়ির লোকজন ও স্থানীয়রা ধারণা করছেন, স্ত্রী রাতে দরজা না খোলায় অভিমান করে আত্মহত্যা করেছেন নাইম। তবে এ বিষয়ে স্ত্রী রুবিয়া বা তার স্বজনদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মৃত নাইমের মামা এমদাদ হো‌সেন জানান, আমার ভা‌গ্নের সঙ্গে দ্বিতীয় স্ত্রীর বি‌য়ের পর থে‌কে পারিবারিক কলহ লেগেছিল। রু‌বিয়া আমার ভা‌গ্নে‌কে সবসময় মানসিক যন্ত্রণা দি‌য়ে আস‌ছি‌ল। মৃত্যুর সময় স্ত্রী‌কে দা‌য়ী করা একটা চিরকুট পাওয়া গে‌ছে। আমা‌দের ধারণা, স্ত্রীর পর‌কিয়ার বিষয় নি‌য়ে তাদের ম‌ধ্যে ক‌লহের জে‌রে এ ঘটনা ঘটেছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার জানান, শ্বশুরবা‌ড়ির কাঁঠাল গাছ থে‌কে নাইমের ঝুলন্ত মর‌দেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। ময়নাতদন্ত শে‌ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাকিব হাসান/এএএ