সৌদিতে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের যুবক নিহত
ফারুক খান
সৌদি আরবের রিয়াদে মো. ফারুক খান (৪৬) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি চাঁদপুর সদর উপজেলার আশিকাটি চাঁদখার বাজারের প্রতিষ্ঠাতা মৃত চাঁদখার ছেলে।
বুধবার সকাল ১০ টায় আশিকাটি চাঁদখার বাজার মাঠে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মঙ্গলবার (৬ এপ্রিল) রাত ১১টায় হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ পৌঁছায়। সেখানে স্বজনরা মরদেহ গ্রহণ করেন।
বিজ্ঞাপন
নিহতের মেজো ভাই চাঁদখার বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. শাহাদাত হোসেন খান জানান, ২৫ মার্চ বৃহস্পতিবার পরিবারের সদস্যদের সঙ্গে মোবাইলে কথা বলে কাজের জন্য বাসা থেকে বের হন। সন্ধ্যায় সৌদি আরব থেকে মোবাইল ফোনে জানানো হয় সড়ক দুর্ঘটনায় আমার ভাই মারা গেছে। ফারুকের স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে আছে।
শরীফুল ইসলাম/ এমআইএইচ/জেএস
বিজ্ঞাপন