কুষ্টিয়ায় ব্যারিস্টার সুমন
ফুটবলের পুনর্জাগরণ না হওয়া পর্যন্ত মাঠ ছাড়ব না
সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, আমি ব্যারিস্টার সুমন ঘাম যেহেতু ফেলতে শিখেছি, বিভিন্ন মাঠে যখন রক্ত ফেলা শুরু করেছি। ফুটবলের পুনর্জাগরণ না হওয়া পর্যন্ত আমি মাঠ ছাড়ব না। আপনারা আমাদের সহযোগিতা করবেন। কুষ্টিয়ার মানুষের হৃদয় জয় করতে পারলে, ফুটবলের পুনর্জাগরণের যে যুদ্ধ আমি করছি, এই যুদ্ধে আপনাদের পাশে পেলে বাংলাদেশে ভালো ফুটবল দল রেখে যেতে পারব। যারা ফুটবল নষ্ট করতে চায়, তারা দেখুন খেলার মাঠে মানুষ আর মানুষ।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার হরিনারায়ণপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি ও সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার ফুটবল একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ শেষে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
ব্যারিস্টার সুমন বলেন, রক্ত দিয়েছি, ঘাম ঝরিয়েছি, ব্যারিস্টার হিসেবে যা ইনকাম করি সব টাকা মানুষের কল্যাণে খরচ করি। কুষ্টিয়ার রাজাপুরে আমি একটা ব্রিজ বানিয়ে গেছি। অসহায় মানুষের কল্যাণে আমি কাজ করি। আপনারাও কাজ করেন, কুষ্টিয়ার উন্নয়নে কাজ করেন। আমার কাছে মনে হয়, বেশি দিন হয়ত বাঁচব না। আমি কুষ্টিয়ার মাটিতে ফুটবল না খেলে যদি মারা যেতাম, তাহলে আমার কষ্ট থেকে যেত।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, নিজের প্রতি আর নিজের ছেলের প্রতি বিশ্বাস রাখলে অনেক আগেই আমরা সোনার বাংলা গড়তে পারতাম। আমেরিকা স্যাংশন দিলে আমরা টেনশনে পড়ে যাই। যেভাবে শেখ হাসিনা নিজের প্রতি বিশ্বাস রাখেন সেভাবে নিজের প্রতি বিশ্বাস রাখলে কুষ্টিয়াবাসী সারা দেশের নেতৃত্ব দিতে পারবে।
ব্যারিস্টার সুমন বলেন, কুষ্টিয়ার হরিনারায়ণপুরে খেলতে এসে মানুষের প্রেমে আমরা বেহুঁশ হয়ে গেছি। আপনারা খুব ভালোবাসা দেখিয়েছেন। অতিথি পরায়ণের দিক দিয়ে কুষ্টিয়া বাংলাদেশের শ্রেষ্ঠ। সিলেটে বন্যার সময় আপনারা বিভিন্ন স্কুল-কলেজ থেকে চাঁদা তুলে আমাদের পাঠিয়েছেন। সিলেটবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা কখনো কোনো দিন যদি দুর্দিনে পড়েন, তাহলে আমরা সিলেটবাসী আপনাদের পাশে দাঁড়াব। এসময় শিক্ষার্থীদের ভালোভাবে পড়াশোনা করার আহ্বান জানান তিনি।
খেলায় সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার ফুটবল একাদশ ১-০ গোলে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমিকে পরাজিত করে।
আরও পড়ুন
সুপ্রিম কোর্টের আইনজীবী ও সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচিত মুখ ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের ফুটবল খেলা দেখতে আশপাশের এলাকা থেকে হাজার হাজার ফুটবল ভক্তের ঢল নামে। এই প্রীতি ফুটবল ম্যাচ দেখতে দুপুর থেকেই দলে দলে মানুষ মাঠে আসতে থাকে। খেলা শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় মাঠ। খেলা দেখতে দূরদূরান্ত থেকে আসেন হাজারো দর্শক। প্রচণ্ড ভিড়ের কারণে অনেক দর্শক আশপাশের বহুতল ভবনের ছাদে, দেয়ালের ওপর, টিনের ঘরের ছাউনির ওপর বসে খেলা উপভোগ করেন।
এসময় উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের খুলনা রিজিয়নের পুলিশ সুপার মো. ইব্রাহিম খলিল, হাইওয়ে পুলিশের ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননূর যায়েদ, হরিনারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, হরিনারায়ণপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম ফারুক, কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য আব্দুল বারী বিশ্বাস, হরিনারায়ণ পুর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান সম্রাট, আইনজীবী বিপু জাহাঙ্গীর প্রমুখ।
রাজু আহমেদ/এসএসএইচ/