নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সংসদ সদস্য (এমপি) ড. সিদ্দিকুর রহমান পাটোয়ারী উপজেলার বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতার নাম উল্লেখ করে বড়াইগ্রাম থানা পুলিশকে নির্দেশ দিয়ে বলেছেন- বিনা কারণে এই সকল নেতারা যেন থানায় ঢুকতে না পারে।

এমপি সিদ্দিকুর রহমান পাটোয়ারী তার বক্তব্যে বলেন, বিগত দিনে ওই আরিফুর রহমান (খিচু), ওই তোজাম্মেল হোসেন, ওই কুলাঙ্গার কালু-সালামসহ যারা থানায় যেয়ে একটা শক্তি বলয়ে থেকে মিথ্যা মামলা দিয়ে জনগণকে হয়রানি করেছে— এরা যেন বিনা কারণে থানায় ঢুকতে না পারে। 

গতকাল বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে বড়াইগ্রামের বনপাড়া বাজারে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানের তিনি এসব কথা বলেন।

সিদ্দিকুর রহমান আরও বলেন, আমার প্ল্যাটফর্মে থাকা যদি কেউ আইন ভঙ্গ করে তাকেও গ্রেপ্তার করবেন। করে আমাকে জানাবেন। কারও প্রতি কোনো ছাড় নয়।

বক্তব্যে যে সকল নেতার নাম সংসদ সদস্য উল্লেখ করেন তারা প্রয়াত সংসদ সদস্য আব্দুল কুদ্দুসের অনুসারী বলে জানা গেছে। তারা হলেন- চান্দাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান, জোনাইল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি তোজাম্মেল হক, বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম খান।

পরে মুহূর্তেই বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে সাবেক সংসদ সদস্য প্রয়াত আব্দুল কুদ্দুসের অনুসারী ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের ভেতর তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ক্ষোভ প্রকাশ করছেন অনেকে।

এ ব্যাপারে নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান জানান, ভিডিও বক্তব্যটি তিনি শুনেছেন। একজন সংসদ সদস্যর কাছ থেকে এই ধরনের বক্তব্য আসা ঠিক না। যাদের থানায় যেতে বারণ করা হয়েছে তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। তারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। বাংলাদেশের সকল মানুষের আইনগত সহায়তা পাওয়ার অধিকার রয়েছে। তাই তার এই বক্তব্য শোভনীয় নয়। 

তিনি আরও বলেন, সিদ্দিকুর রহমান পাটোয়ারী জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক। তাই  এমন ধরনের বক্তব্য দেওয়ায় সংগঠনের পক্ষ থেকে তাকে সতর্ক করা হবে।

তবে সংসদ সদস্য সিদ্দিুকুর রহমান পাটোয়ারীর দাবি তিনি থানায় যেতে বারণ করেননি। তাদের নিরাপত্তার জন্য তারা থানায় যেতে পারবেন। তবে বিগত দিনে এই সব নেতারা মিথ্যা মামলা করেছেন সেগুলো যাতে আর না করতে পারেন সেটা বলেছেন। 

আরএআর