ভারতের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করা যাবে না : এমপি ইব্রাহিম
নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য (এমপি) এইচ এম ইব্রাহিম বলেছেন, মহাত্মা গান্ধী মানবতার ফেরিওয়ালা। তিনি ১৯৪৬ সালে বৃহত্তর নোয়াখালী জেলার সর্বত্র ছড়িয়ে পড়া সাম্প্রদায়িক দাঙ্গার পর ‘শান্তি মিশনে’ নোয়াখালী ছুটে আসেন। তিনি চার মাস শান্তি মিশনের অংশ হিসেবে ৪৭টি গ্রামে ভ্রমণ ও প্রার্থনা সভার আয়োজন করেন। সাম্প্রদায়িক দাঙ্গার ক্ষত, ক্ষোভ দূর করতে সব সম্প্রদায়ের মানুষদের সেখানে আমন্ত্রণ জানানো হয়।
শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে মহাত্মা গান্ধীর ১৫৫তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে তিন দিনের আন্তর্জাতিক যুব শান্তি ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
ইব্রাহিম বলেন, আমরা নোয়াখালীর মানুষ গর্বিত এমন মহান মানুষ এখানে এসেছিলেন। আমার নির্বাচনী এলাকায় তিনি এসেছেন এটা আমার জন্য সব সময় গর্বের। আমি উনার জন্মদিনে এবং মৃত্যুবাষিকীর সকল অনুষ্ঠানে থাকি। ভারত আমাদের পরম বন্ধু। তারা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সর্বাত্মক সহযোগিতা করেছে। ভারতের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করা যাবে না।
গান্ধী আশ্রমে পরিকল্পিত উন্নয়নের দাবি জানিয়ে তিনি বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা মহাত্মা গান্ধীর জন্ম ও প্রয়াণ দিবসে এই গান্ধী আশ্রমে আসেন। কিন্তু পরিকল্পিত উন্নয়ন হয়নি। এখানে পরিকল্পিত উন্নয়ন করা দরকার। তাহলে শান্তি ও অহিংস নীতি প্রকাশ সহজ হবে।
বিজ্ঞাপন
জানা যায়, মহাত্মা গান্ধীর ১৫৫তম জন্মজয়ন্তীতে অংশ নিতে চার হাজার কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে ভারতের ৬২ সাইক্লিস্ট ও ভারত, নেপাল, ভুটান, ইন্দোনেশিয়া, নিউজিল্যান্ড, সুইডেন, জার্মানি, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের ১৫৫ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। বিশ্বব্যাপী শান্তি ও সম্প্রীতি বৃদ্ধির উদ্দেশ্যেই মূলত এ ক্যাম্পের আয়োজন করা হয়। শনিবার (৩০ সেপ্টেম্বর) থেকে সোমবার (২ অক্টোবর) পর্যন্ত এ ক্যাম্পে প্রতিদিন শান্তি সমাবেশ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে।
সোনাইমুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসমাইল হোসেনের সঞ্চালনায় ও গান্ধী আশ্রম ট্রাস্টের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব) জীবন কানাই দাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার, জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিলুফার সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিজয়া সেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) অজিত দেব, ভারতের স্নেহালয়া সংঘের আহ্বায়ক ড. গিরিশ কুলকার্নি, গান্ধী আশ্রম ট্রাস্টের পরিচালক ও সিইও রাহা নব কুমার, সহকারী পুলিশ সুপার (চাটখিল সার্কেল) নিত্যানন্দ দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
হাসিব আল আমিন/আরএআর