সাতক্ষীরার আশাশুনিতে মৎস্য ঘেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তুষার মন্ডল (৪০) নামে এক ঘের ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রোববার (১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামের একটি মৎস্য ঘেরে এ ঘটনা ঘটে।

নিহত তুষার মন্ডল আশাশুনি উপজেলার বামনডাঙ্গা গ্রামের দুলাল চন্দ্রে ছেলে।

স্থানীয়রা জানান, তুষার মন্ডল অন্যান্য দিনের মত নিজ ঘেরে যায়। এ সময় ঘেরের বৈদ্যুতিক সংযোগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে পড়ে যান তিনি। পরে সন্ধ্যা ৭ টার দিকে মৎস্য ঘেরের এক কর্মচারী এসে তুষার মন্ডলের দেহ পানিতে ভাসতে দেখে প্রতিবেশীদের ডাকলে তারা এসে তাকে উদ্ধার করে। এরপর আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আশাশুনি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বজিৎ অধিকারী জানান, নিজ মৎস্য ঘেরে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তুষার মন্ডল নামে এক ঘের ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ শেষকৃত্যের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোহাগ হোসেন/এএএ