বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, দেশের মানুষের সম্পদ লুট করে আওয়ামী লীগ সরকারের লোকজন বিদেশে সম্পদের পাহাড় গড়েছে। অথচ দেশের মানুষ না খেয়ে মরছে। নিত্যপণ্যের দাম বৃদ্ধির কারণ হলো দেশের সম্পদ বিদেশে পাচার হওয়া। অথচ আওয়ামী লীগের দুর্নীতিবাজ নেতাদের বিরুদ্ধে কথা বললেই দেশের মানুষকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়।

মঙ্গলবার (৩ অক্টোবর) রাত সাড়ে ৯টায় শরীয়তপুরের বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ স্টেডিয়ামে ফরিদপুর বিভাগীয় রোডমার্চের সমাপনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের পতন না ঘটাতে পারলে দেশের মানুষ বাঁচবে না, দেশের স্বাধীনতা থাকবে না। বিএনপির আন্দোলনের একমাত্র লক্ষ্য হলো আওয়ামী লীগ সরকারের পদত্যাগ। দেশের  মানুষকে মুক্তি দেওয়া। ফরিদপুর অঞ্চল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঘাঁটি। আমরা এক বছর ধরে আন্দোলন করছি। আন্দোলন করতে গিয়ে আমরা অনেক নেতাকর্মীকে হারিয়েছি। বিএনপির ২২ জন নেতাকর্মীকে হত্যা করেছে এই স্বৈরাচার সরকার। এরপরও বিএনপির নেতাকর্মীরা দমে যাননি। বিএনপির লক্ষাধিক নেতাকর্মী কারাগারে রয়েছেন। এই সরকার গুম করছে, হত্যা করছে, গায়েবানা মামলা করছে। তারপরও বিএনপির নেতাকর্মীরা বেগম খালেদা জিয়া ও দেশের মানুষকে ভালোবেসে বিএনপির পতাকা সমুন্নত রাখছেন।

সেলিমা রহমান বলেন, বিএনপির রোডমার্চের কর্মসূচি শেষের দিকে। আপনারা রোডমার্চে দেখেছেন রাজবাড়ীর গোয়ালন্দ, ফরিদপুর, গোপালগঞ্জের মুকসুদপুর, মাদারীপুর ও শরীয়তপুরের মহাসড়কে মানুষের ঢল নেমেছে। জনগণের এই ঢলের অর্থ হলো দেশের মানুষ ফ্যাসিবাদী এই আওয়ামী লীগের পতন চায়। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করে জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর দেখতে চায়।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার দেশের মানুষকে নিঃশেষ করে দিয়েছে। অত্যাচার, অনাচার, গুম, খুনসহ এমন কোনো অনাচার নেই যা তারা এ দেশের মানুষের সঙ্গে করেনি। এ দেশের গণমানুষের নেত্রী, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যেন দেশের মানুষকে নেতৃত্ব দিয়ে মুক্ত করতে না পারেন সেজন্য তাকে মিথ্যা মামলায় কারাবন্দি করে রেখেছে। নিজেদের মুক্ত করতে চাইলে আগে বেগম খালেদা জিয়াকে মুক্ত করে তার চিকিৎসা নিশ্চিত করতে হবে। দেশের জনগণ আজ জেগেছে, কোনো অন্যায় আর হতে দেওয়া হবে না। যে আন্দোলন দেশজুড়ে শুরু হয়েছে, সে আন্দোলনের মধ্য দিয়ে দেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ।

ফরিদপুর বিভাগীয় রোডমার্চের সমাপনী অনুষ্ঠানে শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সাধারণ সম্পাদক সরদার একেএম নাছির উদ্দিন কালুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু, রোডমার্চের সমন্বয়ক ও বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট জামাল শরীফ হিরু, কেন্দ্রীয় ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল।

এর আগে দুপুর থেকে বৃষ্টি উপেক্ষা করেই জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন।

সাইফুল ইসলাম সাইফ রুদাদ/এমজেইউ