জয়পুরহাটে ৯০ টাকার স্যালাইন ১৬০ টাকায় বিক্রি, জরিমানা
জয়পুরহাটে ৯০ টাকার স্যালাইন ১৬০ টাকায় বিক্রি করে জরিমানা গুনেছেন জয়পুরহাটের দুই ফার্মেসির মালিক। রোববার (৮ অক্টোবর) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন সদর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদ। এ সময় জেলার ওষুধ তত্ত্বাবধায়ক মোকছেদুল আমিন উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, জেলার বিভিন্ন ফার্মেসিতে স্যালাইন (ডিএনএস) কম পাওয়া যাচ্ছে। এই সুযোগে কিছু ফার্মেসি স্যালাইনের সংকট দেখিয়ে বেশি দামে বিক্রি করছেন। এমন অভিযোগে জেলার খাজা ফার্মেসি ও নূর ফার্মেসির মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ওষুধ তত্ত্বাবধায়ক মোকছেদুল আমিন ঢাকা পোস্টকে বলেন, জেলার হাসপাতাল গেট এলাকার নূর ফার্মেসিকে পাঁচ হাজার টাকা ও আমতলী এলাকার খাজা ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাদেরকে সতর্ক করা হয়েছে। এই অভিযান চলমান থাকবে।
বিজ্ঞাপন
চম্পক কুমার/এমজেইউ