তলে তলে সমঝোতা নয়, ষড়যন্ত্র হয় : প্রিন্স
বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, আন্দোলন ও দেশি-বিদেশি চাপে সরকারের মাথা নষ্ট হয়ে গেছে। তারা বেসামাল আচরণ ও পাগলের প্রলাপ বকছে। তলে তলে সমঝোতা হয় না, ষড়যন্ত্র হয়। বিদেশিদের সঙ্গে গিভ অ্যান্ড টেক করে আপস করতে গিয়ে তারা ব্যর্থ হয়ে এখন সন্ত্রাসের ভাষায় উসকানিমূলক ভাষণ দিচ্ছে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে শনিবার (১৪ অক্টোবর) ময়মনসিংহে অনশন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, তত্ত্বাবধায়ক সরকার মোটেই মৃত নয়, জীবন্ত ইস্যু। আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুকে যতই চাপা দেওয়ার চেষ্টা করুক না কেন তা জেগে উঠবেই। তাদের ভোট চুরির কারণেই জনগণের মধ্য থেকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি উঠেছে।
অবিলম্বে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবি জানিয়ে তিনি বলেন, বেগম খালেদা জিয়ার কিছু হলে সরকারকে জনগণ ক্ষমা করবে না। সরকার ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বাঁচতে দিতে চায় না। তারা খালেদা জিয়ার রাজনৈতিক ও সামাজিক শক্তিকে ভয় পায়। রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে তারা বেগম জিয়ার সুচিকিৎসার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে চায়।
বিজ্ঞাপন
ময়মনসিংহ মহানগরের নতুন বাজারে হরি কিশোর রায় রোডে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা সড়কে বসে সকাল ১০টা থেকে ৪ ঘণ্টার অনশনে অংশ নেন।
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটনের সভাপতিত্বে এবং উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলীর সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন খান, গণ ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা সভাপতি অ্যাডভোতেট এ কে এম রায়হান উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুল হক প্রমুখ।
পরে বীর মুক্তিযোদ্ধা ইসলাম উদ্দিন ও কাজিম উদ্দিন অনশনরত নেতাকর্মীদের পানি পান করিয়ে অনশন ভঙ্গ করান।
উবায়দুল হক/আরএআর