যশোরে ইজিবাইক চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে যশোর ডিবি পুলিশ। শনিবার থেকে রোববার (১৫ অক্টোবর) ভোর পর্যন্ত যশোর সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। রোববার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিবি পুলিশ। 

আটককৃতরা হলেন- যশোর সদরের পুলেরহাট এলাকার ইসমাইলের ছেলে ইব্রাহিম ওরফে রৌদ্র (২২), শহরের চাচঁড়া রায়পাড়া এলাকার আজিজুল হাওলাদারের ছেলে আলামিন (২৪), রেলস্টেশন মোড় এলাকার ফারুক হোসেনের ছেলে বিদুৎ হোসেন (৩০) এবং পুলেরহাট তপস্বীডাঙ্গা এলাকার আবুল কাশেমের ছেলে শহিদুল ইসলাম বাবু (৪২)।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপন কুমার সরকার বলেন, গত ১২ অক্টোবর দুপুর ১টার দিকে জনৈক আকমান আলী নামে এক ব্যক্তি শহরের মাইকপট্টি মোড়ে ইজিবাইক রেখে নামাজ পড়তে গেলে তার একটি হলুদ রঙের ইজিবাইক চুরি হয়ে যায়। পরে ভুক্তভোগী ওই ইজিবাইক চালক কোতয়ালী মডেল থানায় অভিযোগ দেন। এলাকায় কয়েকটি ইজিবাইক চুরি হওয়ায় জেলা পুলিশ সুপারের নির্দেশে ডিবির এলআইসি টিম তদন্তে মাঠে নামে। এর ধারাবাহিকতায় শনিবার (১৪ অক্টোবর) থেকে রোববার ভোর পর্যন্ত যশোর সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের চার সদস্যকে আটক করে ডিবি পুলিশ। এ সময় তাদের দখল হতে ৬টি চোরাই ইজিবাইক, ২টি পুরাতন বাইসাইকেল ও ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। 

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ্যান্টনি দাস অপু/এএএ