বিদ্যুত লাইনের তার ছিড়ে শিশুর মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চুনাব্রিজ এলাকায় বিদ্যুত লাইনের তার ছিঁড়ে পড়ে আব্দুর রহমান নামে এক শিশুর শরীর জ্বলসে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (০৯ এপ্রিল) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহমান (১০) ওই এলাকার গফুর গাজীর ছেলে।

ছেলেটির বাবা জানান, বাড়ির পাশ দিয়েই বিদ্যুতের মেইন লাইন ছিল। সকালে রহমান উঠানে খেলছিল। তখন মেইন লাইনের তার ছিঁড়ে রহমানের শরীরের ওপর পড়ে। এতে তার শরীরের বিভিন্ন অংশ পুড়ে ঘটনাস্থলে মৃত্যু হয়।

আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ বলেন, বাড়ির উঠানে খেলা করার সময় বিদ্যুতের তার পড়ে শিশুটির মৃত্যু হয়েছে।

আকরামুল ইসলাম/ এমআইএইচ