সাভারের আশুলিয়ার আওতাধীন কাশিমপুরের সারদাগঞ্জে অভিযান পরিচালনা করে অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে ব্যবহারের দায়ে তিন ব্যক্তির কাছ থেকে ১ লাখ ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় দুই কিলোমিটার এলাকাজুড়ে ৫০০ বার্নারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আশুলিয়ার আওতাধীন গাজীপুরের কাশিমপুরের সারদাগঞ্জ এলাকায় এই অভিযান পরিচালনা করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট (গাজীপুর জেলা প্রশাসন) ফারজানা আক্তার লাবনী উপস্থিত থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন।

গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার লাবনী বলেন, ওই এলাকায় অবৈধভাবে তিতাস গ্যাস ব্যবহারের দায়ে সাইদুর রহমান, রোস্তম আলী ও শ্রী শিবু দাসকে ১ লাখ ১২ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়। তারা অবৈধভাবে তিতাস গ্যাস ব্যবহার করে আসছিলেন।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি  লিমিটেডের আশুলিয়া জোনের ব্যবস্থাপক আবু সাদাৎ মো. সায়েম বলেন, আশুলিয়ার আওতাধীন কাশিমপুরের সারদাগঞ্জে কিছু অসাধু ব্যক্তি অবৈধভাবে সংযোগ নিয়ে তিতাস গ্যাস ব্যবহার করছিলেন। আমরা নিয়মিত অভিযানের অংশ হিসেবে ওই এলাকায় অভিযান পরিচালনা করি। এ সময় অবৈধভাবে দেওয়া তিনটি মূল পয়েন্ট ও ৫০০ বার্নারের সংযোগ বিচ্ছিন্ন করে প্রায় ৪০০ মিটার পাইপ জব্দ করা হয়। এছাড়া ১১টি বাসাবাড়িতে অভিযান পরিচালনা করে বকেয়া গ্যাস বিল দেড় লাখ টাকা উত্তোলন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আশুলিয়া জোনের উপব্যবস্থাপক আনিসুজ্জামান, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সাভার জোনের উপব্যবস্থাপক মো. আব্দুল মান্নান ও তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আশুলিয়া জোনের সহকারী ব্যবস্থাপক প্রকৌশলী মো. আসোয়াত হোসেনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

মাহিদুল মাহিদ/এমজেইউ