ময়মনসিংহ জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে গ্রেপ্তার হয়েছে আন্ত:জেলা চোর চক্রের তিন সদস্য। তারা দেশের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে মোটরসাইকেল চুরি করতেন। সোমবার (১৬ অক্টোবর) ময়মনসিংহ নগরীর কেওয়াটখালি এবং ব্রাহ্মণবাড়িয়া অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন- ময়মনসিংহ নগরীর বলাশপুর এলাকার তাজুল ইসলামের ছেলে নাজমুল হক (৩৫), ব্রাহ্মপল্লী এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে জীবন ইসলাম (২৮) ও ব্রাহ্মণবাড়ীয়ার আখাউড়া উপজেলার গুলখার এলাকার বাবরু খন্দকারের ছেলে জাবেদ খন্দকার (৪৪)। 

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ওসি ফারুক হোসেন বলেন, গ্রেপ্তারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে আসছিল। একটি মামলার প্রেক্ষিতে তাদের শনাক্ত করে অভিযান চালানো হয়। সোমবার ভোরে নগরীর কেওয়াটখালি এলাকায় অভিযান চালিয়ে নাজমুল ও জীবনকে এবং দুপুরে ব্রাহ্মণবাড়ীয়ার আখাউড়ার গুলখার এলাকায় অভিযান চালিয়ে জাবেদকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় জড়িত চক্রটির অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

উবায়দুল হক/এএএ