কৃষকের সঙ্গে ধান কাটলেন এমপি শামীমা
কাস্তে হাতে কৃষকদের সঙ্গে ধান কেটেছেন এমপি শামীমা আক্তার খানম
কৃষকদের নিয়ে হাওরে বোরো ধান কাটা উৎসবের উদ্বোধন করেছেন সিলেট-সুনামগঞ্জ সংরক্ষিত আসনের এমপি অ্যাডভোকেট শামীমা আক্তার খানম।
শুক্রবার (০৯ এপ্রিল) সকালে সুনামগঞ্জের জামালগঞ্জের ছনুয়ার হাওরে কাস্তে হাতে কৃষকদের সঙ্গে ধান কেটে উৎসবের উদ্বোধন করেন তিনি।
বিজ্ঞাপন
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. জাহাঙ্গীর হোসেন, জেলা কৃষি সম্প্রাসারণ অধিদফতরের উপপরিচালক কৃষিবিদ মো. ফরিদুল হাসান, জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিশ্বজিত দেব, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হালিম, ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, কৃষি কর্মকর্তা মো. মাশরেফুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ আলী, সাচনা বাজার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আতাউর রহমান, প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান ও কৃষক বশির মিয়া।
এমপি শামীমা আক্তার খানম বলেন, একসময় কৃষকরা সার, বীজ ও কীটনাশকসহ সবকিছু কিনে জমিতে ফসল ফলাতো। এখন সরকার কৃষকদের সার, বীজ ও কীটনাশকসহ সবকিছু বিনামূল্যে দেয়। এতে কৃষক হাসি মুখে ফসল ফলাতে পারছেন। অন্যান্য বছরের তুলনায় এবার সুনামগঞ্জে ভালো ফসল উৎপাদন হয়েছে। কৃষকের সোনালী ফসল সঠিক সময়ে ঘরে তুলে দিতে সরকার তৎপর রয়েছে। দেশে খাদ্যের অভাব হবে না। সঠিক সময়ে ফসল ঘরে তুলতে পারলে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ থাকবে বাংলাদেশ।
বিজ্ঞাপন
জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন ঢাকা পোস্টকে বলেন, পুরো জেলায় বিচ্ছিন্নভাবে ধান কাটা শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার আমরা জামালগঞ্জে ধান কাটা উৎসব শুরু করেছি। আশা করি, আগামী ৫-৭ দিনের মধ্যে হাওরে পুরোদমে দান কাটা শুরু হবে। আমাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে। ধান কাটা হারভেস্টার প্রস্তুত রয়েছে অনেকগুলো। এলাকার শ্রমিকসহ গত বছর যেসব জেলা থেকে শ্রমিক আনা হয়েছে; এবারও শ্রমিক নিয়ে আসব।
উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, চলতি মৌসুমে জামালগঞ্জের বিভিন্ন হাওরে ২৪ হাজার ৩৭০ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে। এরই মধ্যে শুরু হয়েছে ধান কাটা উৎসব।
সাইদুর রহমান আসাদ/এএম