বজ্রপাতে স্বাস্থ্যকেন্দ্রে আগুন, প্রাণে বাঁচলেন ৩০ রোগী
বজ্রপাতে ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্র
দিনাজপুরের ফুলবাড়ীতে টিএম হেলথ কেয়ার এন্ড ইমদাদ সিতারা কিডনি সেন্টার নামে একটি বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে বজ্রপাতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন ৩০ রোগী।
এ ঘটনায় ওই স্বাস্থ্যকেন্দ্রের প্যাথলজির যন্ত্রাংশ পুড়ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ভিমলপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
স্বাস্থ্য কেন্দ্র সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার রাতে ঝোড়ো হাওয়ার সময় টিএম হেলথ কেয়ার এন্ড ইমদাদ সিতারা কিডনি সেন্টারে বজ্রপাতের ঘটনা ঘটে।
বজ্রপাতে আগুন লেগে ওই স্বাস্থ্য কেন্দ্রের নিচ তলায় প্যাথলজি ইউনিটের ২টি রুমের ৩টি এসি ,১টি ফ্রিজ , ৪টি কম্পিউটার,২টি প্রিন্টার মেশিন,১টি ডিজিটাল আলট্রা সাউন্ড, ১টি ডিজিটাল এক্সে-রে মেশিন,১টি এনালাইজার,১টি সেল কাউন্টার ও ক্যামিকেলসহ প্যাথলজি পরীক্ষার সকল যন্ত্রাংশ আগুনে পুড়ে যায়। তাৎক্ষণিক স্বাস্থ্যকেন্দ্র কতৃপক্ষ রোগীদের নিরাপদে সরিয়ে নেন। খবর পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিস কর্মীরা ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ৷
বিজ্ঞাপন
ফুলবাড়ী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর স্টেশন মাস্টার মো. সোহেল রানা জানান, বজ্রপাতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
টিএম হেলথ কেয়ার এন্ড ইমদাদ সিতারা কিডনি সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. মোশারফ হোসেন বাবু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অগ্নিকাণ্ডে প্যাথলজি ইউনিটের যন্ত্রাংশ গুলো পুড়ে গেছে,তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এসময় স্বাস্থ্য কেন্দ্রে প্রায় ৩০ জন রোগী ভর্তি ছিলেন।
মাহাবুর রহমান/এমআইএইচ