ফরিদপুরের প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ -এ ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হয়েছেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার।

বুধবার (১৮ অক্টোবর) ঢাকা বিভাগীয় কমিশনার ও প্রাথমিক শিক্ষা পদক বিভাগীয় যাচাই-বাছাই কমিটি সভাপতি সাবিরুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এবারে বিভাগীয় পর্যায়ে ১৮ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ ঘোষণা করেছে ঢাকা বিভাগীয় বাছাই কমিটি।

কামরুল আহসান তালুকদার ২০২২ সালের ৪ ডিসেম্বর ফরিদপুরের জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকেই জেলার শিক্ষার মান উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণ করেন তিনি। তিনি দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন। অর্থের অভাবে পড়ালেখা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে এমন মেধাবী শিক্ষার্থীদের তিনি নগদ অর্থ সহায়তা করেছেন।

জেলা প্রশাসনের আয়োজনে প্রথমবারের মতো এবার ফরিদপুরে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। শেখ জামাল স্টেডিয়ামে ওই অনুষ্ঠানে তরুণ উদ্যোক্তা আয়মান সাদিক শিক্ষণীয় নানা বিষয়ে শিক্ষার্থীদের করণীয় সম্পর্কে বক্তব্য রাখেন।

এছাড়া ঐতিহাসিক বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ জাপানিজ, স্প্যানিশ, ফারসি, আরবি, ফ্রেন্স, ইংরেজি, চায়না ও হিন্দি ভাষায় উপস্থাপনের আয়োজন করেন তিনি। এ ব্যতিক্রমী আয়োজন জেলায় বেশ সমাদৃত হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার বলেন, এ সম্মান ফরিদপুর জেলাবাসীর। বিশেষ করে যারা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার সঙ্গে সংশ্লিষ্ট রয়েছেন তাদের। প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক আমরা চাই জেলার সর্বত্র মানসম্মত সুশিক্ষা নিশ্চিত করতে। তবেই এ পদের সফলতা বা সার্থকতা আসবে।

প্রসঙ্গত, কামরুল আহসান তালুকদার বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন। শিক্ষক দম্পতি মো. আব্দুর রশিদ তালুকদার ও রাশিদা বেগমের সন্তান তিনি।২৫তম বিসিএস পরীক্ষায় প্রশাসন ক্যাডারে কর্মকর্তা হিসেবে যোগ দেন সরকারি চাকরিতে।

এসএম