নাটোরে দুলুর মুক্তি দাবির মিছিলে আওয়ামী লীগের ধাওয়া
নাটোর বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস দুলুর মুক্তির দাবিতে ছাত্রদল ও যুবদল নেতাকর্মীরা মিছিল করতে চাইলে তাতে ধাওয়া দেওয়ার অভেযোগ উঠেছে আওয়ামী লীগের বিরুদ্ধে। বিএনপি নেতাকর্মীদের দাবি, বড়াইগ্রামে-গুরুদাসপুর আসনের সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীর নেতৃত্বে বিএনপির মিছিলে ধাওয়া ও হামলা করা হয়েছে।
বুধবার (১৮ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাজারে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
এ ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেগুলোতে দেখা যায়, বুধবার রাত সাড়ে নয়টার দিকে বনপাড়া বাজারে ছাত্রদল-যুবদলের অর্ধশত নেতাকর্মী বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মুক্তির দাবি নিয়ে মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি খানিকটা দূরে এগুতেই বিপরীত দিক থেকে স্থানীয় সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীর নেতৃত্বে আরেকটি মিছিল তাদের লক্ষ্য করে আসতে থাকে। পরে আওয়ামী লীগের মিছিল থেকে ধাওয়া দিলে মুহূর্তেই বিএনপির মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।
পরে নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন, ‘বিগত সময় এই রাজপথ বিভিন্ন কারণে রক্তাক্ত হয়েছে। এই রাজপথ যাতে আর রক্তাক্ত না হয় সেজন্য বড়াইগ্রাম-গুরুদাসপুরের মাটির কোথাও বিএনপির মিছিল হতে দেবো না।’
বিজ্ঞাপন
বড়াইগ্রাম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুল আলম রনি ঢাকা পোস্টকে বলেন, আজ রাতে পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন রাজুর নেতৃত্বে আমাদের নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে আটকের প্রতিবাদে ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে বনপাড়া বাজারে ছাত্রদল-যুবদলের নেতা কর্মীরা একটি বিক্ষোভ মিছিল করে। মিছিলটি বাজার প্রদক্ষিণ করতেই অবৈধ ভোটার বিহীন এমপি সিদ্দিকুর রহমান পাটোয়ারীর নেতৃত্বে মিছিলে অতর্কিত হামলা চালায় আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীরা। এসময় ছাত্রদলের বেশ কয়েকজন কর্মীকে পিটিয়ে আহত করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এবিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক ঢাকা পোস্টকে জানান, বনপাড়ায় মিছিল হওয়া কোনো খবর পাইনি। সেখানে টহল পুলিশ রয়েছে কোনো ঘটনা ঘটলে জানতে পারতাম।