বাড়ি এসে মায়ের পোড়া লাশ পেলেন ব্যাংকার
সাভারে নিজ বাড়ি থেকে ফাতেমা আক্তার (৬২) নামের এক বৃদ্ধার ক্ষতবিক্ষত আগুনে পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৯ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম। এর আগে দুপুর ২টার দিকে সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
বিজ্ঞাপন
ফাতেমা যশোর জেলার বাঘাপাড়া থানার শেখ ফজলুর রহমানের মেয়ে। তিনি সাভারে তার ছেলে জাহিদুল আলমের বাসায় থাকতেন।
জাহিদ আলম বলেন, আমি একটি বেসরকারি ব্যাংকের ম্যানেজার। সেজন্য আমাকে রাজধানীর মিরপুরে থাকতে হয়। প্রতি শুক্রবার মাকে দেখতে আসি। সকালে বাড়ি এসে মায়ের সাড়াশব্দ না পেয়ে কাজের লোককে ডেকে প্রাচীর টপকে ভেতরে যেতে বলি। কাজের লোক ভেতরে গিয়ে গেট খুলে দেয়। আমি গিয়ে দেখি ঘরের বাইরে পড়ে আছেন মা। ভেবেছিলাম স্ট্রোক করে মারা গেছেন। কিন্তু পরে দেখি মায়ের কাঁধে আঘাতের চিহ্ন। আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে তার মরদেহ। পরে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। আমার মাকে হত্যার পর পুড়িয়ে ফেলা হয়েছে। কে বা কারা এ কাজ করেছে আমি জানি না।
বিজ্ঞাপন
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। অধিকতর গুরুত্ব দিয়ে ঘটনাটি তদন্ত করা দেখা হচ্ছে।
মাহিদুল মাহিদ/এএম/এইচকে