অপহরণের পর ৯৯৯ নম্বরে ফোন, ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার
আবু জামান খন্দকার ওরফে আরজু
জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন করে বগুড়ার শেরপুরে অপহরণের ছয় ঘণ্টার মধ্যে উদ্ধার হলেন আবু জামান খন্দকার ওরফে আরজু (৪৮) নামের এক ব্যক্তি। ফসলি জমি থেকে মাটি কাটায় বাধা দেওয়ার ঘটনায় অপহরণের শিকার হন আরজু। তাকে আটকে মুক্তিপণ দাবি করা হয়।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শেরপুর সদরের হাঁসড়া গ্রামের আবুল কালাম আজাদের পাঁচ বিঘা ফসলি জমির মাটি কাটছেন ভবানীপুর ইউনিয়নের মাটি ও বালু ব্যবসায়ী জহুরুল হক। ৮ এপ্রিল রাত পৌনে ১১টার দিকে মাটি কাটা শুরু করলে এলাকাবাসী বাধা দেয়। বাধার মুখে মাটি কাটা বন্ধ করে আরজুকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান জহুরুল হক ও তার সহযোগীরা।
বিজ্ঞাপন
শুক্রবার ভোরে স্থানীয় ইটভাটায় যাওয়ার পথে আরজুকে অপহরণ করেন জহুরুল হক ও তার লোকজন। পরে তার কাছে মুক্তিপণ চান। স্বজনরা ৯৯৯ নম্বরে ফোন করে সব তথ্য দেন। এরপর তাকে উদ্ধারে অভিযানে নামে পুলিশ।
শুক্রবার দুপুরে ভবানীপুর ইউনিয়নের খোর্দ্দ বগুড়া গ্রাম থেকে আরজুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আরজু উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের সদর হাঁসড়া গ্রামের বাসিন্দা ও একইগ্রামের ইউনুস আলীর ছেলে। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে শেরপুর থানায় মামলা করেছেন আরজু।
বিজ্ঞাপন
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শহিদ বলেন, মামলাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সাখাওয়াত হোসেন জনি/এএম