খুলনায় করোনায় ৪ জনের মৃত্যু, শনাক্ত আরও ৯২
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) করোনা আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ এপ্রিল) রাতে হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর আগে সকালে দুইজনের মৃত্যু হয়।
এদিকে শুক্রবার রাতে খুমেকের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ৯২ জনের করোনা পজিটিভ এসেছে।
বিজ্ঞাপন
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ বলেন, খুমেকের পিসিআর মেশিনে ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৯২ জনের করোনা পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনা মহানগরী ও জেলার ৭৫ জন। এছাড়া যশোরের সাতজন, বাগেরহাটের চারজন, সাতক্ষীরার চারজন ও গোপালগঞ্জ জেলার একজন রয়েছেন।
খুমেকের করোনা ইউনিট সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে দৌলতপুর পাবলা এলাকার মৃত উকিল উদ্দীন শেখের ছেলে তসলিম শেখ (৪২) করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বিজ্ঞাপন
রাত ১০টার দিকে করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় চুয়াডাঙ্গার জীবন নগরের মো. রবিউল ইসলামের (৮০) মৃত্যু হয়। তিনি ওই এলাকার মৃত সদর আলীর ছেলে। ৬ এপ্রিল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন তিনি।
সকালে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালের করোনা ইউনিটে নগরীর বাগমারা ৩য় লেন স্কুল রোড এলাকার মুরাদ হোসেন ওরফে মুক্তার (৭০) এবং যশোর সদরের বালিয়াডাংগা নাসির উদ্দীনের (৭০) মৃত্যু হয়।
মোহাম্মদ মিলন/এএম/এইচকে