কুড়িগ্রাম পৌর শহরের রিভার ভিউ স্কুল মোড়ে রাতের আঁধারে গাছে উঠে বৈদ্যুতিক তার গলায় পেঁচিয়ে গাডু মিয়া (৩৫) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। 

বুধবার (২৫ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) এম আর সাঈদ। এর আগে মঙ্গলবার (২৪ অক্টোবর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত যুবক কুড়িগ্রাম সদরের ঘোগাদহ ইউনিয়নের রসুলপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। 

স্থানীয়রা জানান, হঠাৎ করেই গাছের ওপর একটি শব্দ হয়। সেই শব্দ শুনেই লোকজন লাইট জ্বালিয়ে দেখতে পান গাছের ডালে বৈদ্যুতিক তার গলায় পেঁচানো এক যুবকের মরদেহ ঝুলে আছে। পরে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের একটি টিম এসে গাছ থেকে মৃতের মরদেহ নামায়। পরে ওই যুবকের পকেটে থাকা মোবাইল ফোনের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করে সদর থানা পুলিশ।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত এম আর সাঈদ বলেন, ধারণা করা হচ্ছে ওই যুবক গাছে উঠে আত্মহত্যা করেছে। মৃতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা এলে আরও কিছু জানা যাবে।

জুয়েল রানা/আরকে