রাজশাহী মেডিকেলে করোনাভাইরাস
রামেক হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু
নতুন করে রাজশাহী বিভাগে করোনাভাইরাসে কেউ মারা যাননি। তবে করোনার উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালেই মারা গেছেন পাঁচজন।
শুক্রবার (০৯ এপ্রিল) দিবাগত রাত থেকে শনিবার (১০ এপ্রিল) সকাল পর্যন্ত হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ও করোনা পর্যবেক্ষণ ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
বিজ্ঞাপন
এদের মধ্যে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ও শনিবার সকালে আইসিইউতে দুইজন মারা গেছেন। এছাড়াও রাত সোয়া ২টার দিকে ৩০ নম্বর ওয়ার্ডে একজন, রাত সাড়ে ৩টার দিকে ২৯ নম্বর ওয়ার্ডে একজন এবং শনিবার সকালে ২৫ নম্বর ওয়ার্ডে একজন মারা গেছেন।
রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করে বলেন, এদের প্রত্যেকেই করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।
বিজ্ঞাপন
এর আগে গত মঙ্গলবার (০৬ এপ্রিল) থেকে বৃহস্পতিবার (০৮ এপ্রিল) রাত পর্যন্ত রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ১০ জন। এদের মধ্যে আটজনই মারা গেছেন উপগর্স নিয়ে। নমুনা পরীক্ষায় দুইজনের করোনা ধরা পড়ে।
ডা. সাইফুল ফেরদৌস আরও জানান, এরই মধ্যে মারা যাওয়া পাঁচজনের করোনার নমুনা নেওয়া হয়েছে। প্রতিবেদন পেলে করোনা সংক্রমণের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। তবুও স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে বিভাগীয় স্বাস্থ্য দফতরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগের আট জেলায় করোনা শনাক্ত হয়েছে ১৩৭ জনের। করোনা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ জন। তবে গত ২৪ ঘণ্টায় করোনায় বিভাগে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। গত ২৪ ঘণ্টায় করোনা জয় করেছেন আরও ৪২ জন।
বিভাগের আট জেলায় এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৮ হাজার ১৯৬ জনের। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৫ হাজার ৯৯ জন। করোনায় প্রাণ হারিয়েছেন বিভাগের ৪২১ জন।
ফেরদৌস সিদ্দিকী/আরএআর